Electric Car: টাটা ন্যানোর চেয়েও আকারে ছোট, একচার্জে 300 কিমি চলা এই পকেট রকেটের সাথে পরিচয় করে নিন

আকারে ক্ষুদ্রতম গাড়ির প্রসঙ্গ উঠলে সবার প্রথমে মাথায় আসে টাটা ন্যানো (Tata Nano)-র কথা। ভারতের প্রথম সারির শিল্পপতি রতন টাটা (Ratan Tata) এখনও যাতে সওয়ারি করতে সর্বাধিক স্বাচ্ছন্দ্যবোধ করেন। এবার আকারে ন্যানোর চাইতেও ছোট ইলেকট্রিক গাড়ির উপর থেকে পর্দা সরালো চিনা সংস্থা Wuling Motors। যার নাম Wuling Honguang Air EV। ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চের আগে গাড়িটির ঝলক দেখালো সংস্থা।

চীনের বাজারে এরকমই একটি বৈদ্যুতিক গাড়ির মডেল Honguang Mini EV, যা জনপ্রিয়তার শিখরে। গাড়িটির জগৎজোড়া সাফল্য দেখে এবার Air EV মডেল বিদেশের বাজারে লঞ্চ করতে চলেছে Wuling। যাতে রয়েছে ফিউচারিস্টিক ডিজাইন এবং কম্প্যাক্ট বডি। দুর্দান্ত স্টাইলিং ও ফিচার রয়েছে তাতে।

আবার Mini EV-র চাইতেও শক্তিশালী মোটর দেওয়া হয়েছে Air EV-তে। যদিও মোটরটির পাওয়ার সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানায়নি Wuling। এক রিপোর্টে দাবি করা হয়েছে, এতে সিঙ্গেল ইলেকট্রিক মোটর থাকতে পারে একটি, যার ক্ষমতা ৬৮ এইচপি। এর ২৮ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি একচার্জে ৩০০ কিমি চলতে পারবে।

GSEV প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে Air EV। এই প্ল্যাটফর্ম ইন্টারনেট কানেক্টিভিটি, ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম, পার্কিং অ্যাসিস্টেন্স এবং ভয়েস কন্ট্রোল সাপোর্ট করে বলে দাবি করেছে Wuling। আসন সংখ্যার উপর নির্ভর করে গাড়িটি দুটি ভ্যারিয়েন্টে আসতে পারে। একটি হতে পারে টু-সিটার এবং অপর-টি ফোর-সিটার। দৈর্ঘ্য যথাক্রমে ১০২.৩ ইঞ্চি এবং ১১৭.১ ইঞ্চি। এ বছরেই ইন্দোনেশিয়ার বাজারে বিক্রি শুরু হবে Wuling Air EV-র।