Xenomorph: ফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সর্তকতা, নতুন এই ভাইরাস দুশ্চিন্তা বাড়াচ্ছে

অ্যান্ড্রয়েড ইউজারদের দুর্ভাবনা বাড়াচ্ছে জেনোমর্ফ (Xenomorph)! সম্প্রতি এই নতুন প্রকৃতির ব্যাঙ্কিং ট্রোজানের জ্বালায় অতিষ্ঠ তারা। প্রায় ঝড়ের গতিত একাধিক ইউরোপীয় দেশে Xenomorph তার জাল ছড়াচ্ছে। ব্যবহারকারীর অলক্ষ্যে এটি ডিভাইস থেকে তার গুরুত্বপূর্ণ তথ্য সরাতে সিদ্ধহস্ত। সেক্ষেত্রে এই ব্যাঙ্কিং ট্রোজান বেশ নিপুণ কায়দায় কাজ করে থাকে। প্রখ্যাত ডাচ সাইবার সিকিউরিটি ফার্ম থ্রেট ফেব্রিক (Threat Fabric) তাদের রিপোর্টে Xenomorph সম্পর্কিত বিভিন্ন খুঁটিনাটি তথ্য তুলে ধরেছে।

Threat Fabric -এর রিপোর্ট অনুযায়ী, জেনোমর্ফ ব্যাঙ্কিং ট্রোজান মূলত এক প্রকারের ড্রপার ম্যালওয়্যার (Dropper Malware)। সেদিক থেকে এটি আক্রান্ত ডিভাইসে ক্ষতিকারক কোড প্রেরণের কাজ করে থাকে। হ্যাকারেরা অন্য কোনো অ্যাপের আড়ালে এই ম্যালওয়্যারটিকে গোপন রাখে এবং নিশানার কেন্দ্রে থাকা ডিভাইসকে আক্রান্ত করে। এরপর এর মাধ্যমেই তারা ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়।

যেমন Google Play-Store প্ল্যাটফর্মে উপলব্ধ Fast Cleaner অ্যাপের কথাই ধরা যাক। ফোন থেকে জাঙ্ক ফাইল ডিলিট সহ মেমোরি ও র‌্যাম বুস্টিংয়ের কাজে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা হয়। ডাচ সাইবার সিকিউরিটি ফার্মের মতে, ফাস্ট ক্লিনার অ্যাপের আড়ালেও জেনোমর্ফ ট্রোজান লুকিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে সম্পূর্ণ সুযোগ বুঝে এটি নিশানাকৃত ডিভাইসে ক্ষতিকারক কোড প্রবিষ্ট করায়। উল্লেখ্য, প্রকাশ্যে আগমনের নিরিখে নতুন হলেও জেনোমর্ফ ট্রোজান পূর্বসূরিদের সাথে সমানে সমানে টেক্কা দিতে সক্ষম বলেই ডাচ ফার্মের সাইবার সুরক্ষা বিশেষজ্ঞেরা জানিয়েছেন।

যেভাবে Xenomorph আক্রান্ত ডিভাইস থেকে তথ্য চুরি করে

বিশেষজ্ঞদের মতে, প্রথমত জেনোমর্ফ আক্রান্ত স্মার্টফোনে একটি ওভারলে উইন্ডো (Overlay Window) যোগ করে। যে অ্যাপ্লিকেশনের আড়ালে ম্যালওয়্যার গোপন থাকে তা ওপেন করলেই ওভারলে উইন্ডোটির আবির্ভাব হয়। ইউজারের পক্ষে এর উপস্থিতি জানা সম্ভব হয়না। ফলে সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত হয়েই তিনি স্মার্টফোন ব্যবহার করতে থাকেন। এক্ষেত্রে ওভারলে স্ক্রিনে ভেসে ওঠা ডেটা হ্যাকারেরা সংগ্রহ করে এবং সেগুলি কাজে লাগিয়ে সুবিধা অনুযায়ী ব্যবহারকারীর ব্যাঙ্ক এবং লগ-ইন সংক্রান্ত তথ্য হাতিয়ে নেয়।

বিশেষজ্ঞদের দাবী, Xenomorph -এর কারণে পৃথিবীর আলাদা আলাদা প্রান্তে বসবাসকারী অ্যান্ড্রয়েড ইউজারেরা যে কোনো বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেজন্য তারা ব্যবহারকারীদের বারবার সাবধান করে দিয়েছেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, বর্তমানে পর্তুগাল, স্পেন, ইটালি, বেলজিয়াম প্রভৃতি দেশের ব্যাঙ্কগুলি Xenomorph দ্বারা সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে।

Soumojit Chatterjee

Recent Posts

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

28 mins ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

1 hour ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

1 hour ago

কেমন হবে iPhone 16 সিরিজের ক্যামেরা? সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস সব ডিটেলস

Apple iPhone 16 সিরিজটি আগামী মাসেই বাজারে পা রাখতে চলেছে। তবে গত কয়েক মাস ধরেই…

1 hour ago

কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে শরীরে ঢুকছে ভাইরাস, ভাইরাল WhatsApp মেসেজের বিষয়ে সতর্ক করল ভারত সরকার

হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ আসা নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ভুয়ো মেসেজে WhatsApp ব্যবহারকারীদের…

1 hour ago

Shikhar Dhawan: ভারতের অন্যতম সেরা ওপেনারদের তালিকায় নাম লেখা হবে ধাওয়ানের, দেখে নিন‌ তার ক্যারিয়ারের ৫টি সেরা ইনিংস

ভারতীয় সাদা বলের ক্রিকেটে শিখর ধাওয়ান দীর্ঘদিন ধারবাহিকতা বজায় রেখে জাতীয় দলকে সমৃদ্ধ করেছেন।আজ তিনি…

2 hours ago