Xiaomi এর এই স্মার্টফোন নতুন Android 12 নির্ভর MIUI 13 আপডেট পেল

Mi 11 সিরিজের সবচেয়ে কম মূল্যের ফাইভ-জি মডেল হল Xiaomi 11 Lite 5G NE (গ্লোবাল) বা Xiaomi 11 Lite NE 5G (ভারতে)। গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে Xiaomi 11T ফ্ল্যাগশিপ সিরিজের পাশাপাশি এই মিড-রেঞ্জ স্মার্টফোনের ঘোষণা করা হয়েছিল। এটি MIUI 12.5 কাস্টম ইন্টারফেসের সাথে এলেও পরবর্তীতে MIUI 12.5 Enhanced Edition-এ আপডেট করা হয়। আর এখন লেটেস্ট রিপোর্ট বলছে শাওমি তাদের এই ডিভাইসে Android 12 নির্ভর MIUI 13 রোলআউট করা শুরু করেছে।

শাওমিইউআই-এর রিপোর্ট অনুযায়ী, সংস্থা Xiaomi 11 Lite 5G NE এর আর্ন্তজাতিক ‘EEA’ ভ্যারিয়েন্টে MIUI 13 আপডেট রিলিজ চালু করেছে। তবে এই মুহূর্তে নতুন সফটওয়্যার বিল্ডটি কেবলমাত্র এমআই পাইলট টেস্টারগণ পরখ করে দেখতে পারবেন।

সহজবোধ্য ভাষায় বললে, যারা পাবলিক বিটা টেস্টিং উদ্যোগে অংশগ্রহণ করেছেন, এখন তাদের কাছেই নতুন সিস্টেম আপডেটটি উপলব্ধ। তবে খুব শীঘ্রই সাধারণ ব্যবহারকারী ও অন্যান্য আঞ্চলিক ভ্যারিয়েন্টেও ‘স্টেবেল বিটা’ আপডেট পেয়ে যাবে বলে আশা করা যায়।

Xiaomi 11 Lite 5G NE-এর স্পেসিফিকেশন

শাওমি ১১ লাইট ৫জি এনই ফোনে ৬.৫৫ ইঞ্চি ফুলএইচডি+ (২৪০০×১০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এতে HDR10+ সাপোর্ট রয়েছে। ফোনটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ সহ গ্লোবাল মার্কেটে এবং ভারতে লঞ্চ হয়েছে।

ফটোগ্রাফির জন্য এতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। আবার পাওয়ারের জন্য Xiaomi 11 Lite 5G NE ফোনে মিলবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,২৫০ এমএএইচ ব্যাটারি।