Flipkart TV Days: IPL শুরু হওয়ার আগেই বাম্পার ছাড়ে ঘরে আনুন নতুন টিভি

আগামী ৯ই এপ্রিল থেকে শুরু হচ্ছে বিশ্বের ধনীতম ক্রিকেট লিগ IPL (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ)। মূলত Star Sports নেটওয়ার্কের মাধ্যমে এই এই লিগের সমস্ত ম্যাচ উপভোগ করা যাবে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে Disney+Hotstar (স্টার স্পোর্টস মালিকানাধীন) প্রতিবারের মতই একচেটিয়াভাবে ম্যাচের সরাসরি সম্প্রচার করবে। তবে ডিজিটাল ইন্ডিয়ায় যতই ভার্চুয়াল মাধ্যমে খেলা দেখা হোক না কেন, তাতে টিভির মত বিনোদনের স্বাদ পাওয়া বেশ অনেকটাই মুশকিল। সেক্ষেত্রে এই মুহূর্তে যারা নতুন টিভি কিনবেন বলে ভাবছেন, কিন্তু দামের জন্য খানিক অস্বস্তি বোধ করছেন, তাদের জন্য আজ রয়েছে ব্যাপক সুখবর। আসলে, ভারতীয়দের ক্রিকেট জ্বরের উত্তাপ বাড়াতে ই-কমার্স জায়ান্ট Flipkart, আজ অর্থাৎ ৪ঠা এপ্রিল থেকে ‘Flipkart TV Days’ সেলের ঘোষণা করেছে, যেখানে পছন্দের টিভি কেনা যাবে আকর্ষণীয় ছাড় এবং অফারে; সেল চলবে আগামী ৮ই এপ্রিল পর্যন্ত। আসুন, দেরি না করে দেখে নিই কী কী বিশেষ অফার থাকবে এই ফ্লিপকার্ট টিভি ডেজ সেলে।

জানিয়ে রাখি, এই সেলের জন্য Flipkart ইতিমধ্যেই একটি আলাদা মাইক্রোসাইট তৈরি করেছে যেখানে বিভিন্ন অফারগুলি প্রদর্শিত হচ্ছে। উক্ত মাইক্রোসাইট অনুযায়ী, Flipkart TV Days সেলে OnePlus-এর স্মার্টটিভির দাম শুরু হচ্ছে ১৪,৯৯৯ টাকা থেকে; এক্ষেত্রে ৩২ ইঞ্চির Mi 4a Pro HD রেডি টিভি কিনতে গেলেও একই দাম পড়বে। অন্যদিকে Realme-র ৩২ ইঞ্চি LED স্মার্টটিভি কিনতে চাইলে ব্যয় করতে হবে ১৫,৪৯৯ টাকা। এছাড়া ১৬,৯৯৯ টাকার বিনিময়ে ৩২ ইঞ্চির Samsung LED স্মার্টটিভি (২০২১ সংস্করণ) এবং LG LED স্মার্টটিভি বাড়ি আনা যাবে। আবার ১৩,৪৯৯ টাকায় কেনা যাবে Thomson 9A সিরিজের ৩২ ইঞ্চি LED TV।

প্রিমিয়াম টিভির ক্ষেত্রে, ৫৮,৯৯৯ টাকার ৫০ ইঞ্চির iFFALCON 4K UHD টিভি কিনতে গেলে ২৭,৯৯৯ টাকা পড়বে, যেখানে ৫০ ইঞ্চির Panasonic 4K UHD টিভি কিনতে গেলে দাম পড়বে ৩৫,৯৯৯ টাকা। আবার ৫০ ওয়াটের AmphiSoundX ফিচার যুক্ত ৫০ ইঞ্চির Motorola অ্যান্ড্রয়েড টিভি কিনতে ৩৫,৯৯৯ টাকা খরচ পড়বে। এছাড়া ৫৫ ইঞ্চির Sony 4K UHD টিভির দাম ধার্য করা হয়েছে ৬৫,৯৯৯ টাকা। আবার, ৬৫ ইঞ্চির Nokia 4K UHD টিভি কিনতে চাইলে ৫৪,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। তদুপরি ৬৫ ইঞ্চির Thomson 4K UHD এবং LG 4K UHD স্মার্টটিভি কিনলে দাম পড়বে যথাক্রমে ৫২,৯৯৯ টাকা এবং ৮০,৯৯৯ টাকা।

অন্যান্য অফারের কথা বললে, রাত ৮টার সময় নির্বাচিত টিভির ওপর বিশেষ কিছু ডিল পাওয়া যাবে যেখানে প্রিপেড ট্রানজাকশনে অতিরিক্ত ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার এবং ১,০০০টি সুপারকয়েন পাওয়া যাবে। অন্যদিকে ৩০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার ওপরে কেনাকাটা করলে যথাক্রমে ১,০০০ টাকা ও ২,০০০ টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। উপরন্তু, আইসিআইসিআইআই ব্যাংকের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে মিলবে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। থাকবে এক্সচেঞ্জ অফার, নো কস্ট EMI, GST ইনভয়েস এবং ডিভাইসের সম্পূর্ণ প্রোটোকশনের সুবিধাও।

এক্ষেত্রে আগ্রহীরা অন্যান্য অফার সম্পর্কে বিস্তারিত জানতে বা সেলে কেনাকাটা করতে উক্ত মাইক্রোসাইটটি ঘেঁটে দেখতে পারেন যেখানে টিভির সাইজ, ব্র্যান্ড অনুযায়ী নির্বাচিত মডেল এবং সেগুলির অফার প্রদর্শিত হবে। তাছাড়াও, নির্দিষ্ট ছাড় অনুযায়ী কিছু ক্যাটেগরি অ্যাক্সেস করা যাবে যাতে ২০-৬০ শতাংশ ছাড়ে কিছু টিভি তালিকাভুক্ত রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন