Xiaomi 11 Lite ইউজারদের জন্য সুখবর, Android 12 ও MIUI 13 আপডেট রিলিজ হল

ভারতে Xiaomi 11 Lite ব্যবহারকারীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর চলে এল Android 12 নির্ভর MIUI 13 আপডেট। নতুন অ্যান্ড্রয়েড ভার্সন এবং শাওমির এমআইইউআই মোবাইল অপারেটিং সিস্টেম আপগ্রেড হওয়ার পাশাপাশি এই আপডেটে ২০২২-এর ফেব্রুয়ারির সিকিউরিটি প্যাচ অর্ন্তভুক্ত হয়েছে।

Xiaomi 11 Lite হ্যান্ডসেটের জন্য MIUI 13 আপডেট V13.0.1.0 SKQINXM ফার্মওয়্যার ভার্সনের সঙ্গে এসেছে। তবে এতে বেশি ফিচারের প্রত্যাশা না করাই ভাল। কারণ নতুন MIUI-এর চাইনিজ ভার্সনে যে সব আপডেট যুক্ত হয়েছে। তার অধিকাংশ আর্ন্তজাতিক সংস্করণে অনুপস্থিত। খোদ ব্যবহারকারীরাই এই নিয়ে অভিযোগ করেছেন।

Android 12 নির্ভর MIUI 13-এর চেঞ্জলগগুলির মধ্যে রয়েছে সরাসরি সাইডবার থেকে ফ্লোটিং উইন্ডো হিসাবে অ্যাপ্লিকেশন খোলার সুবিধা। এছাড়া, কয়েকটি অ্যাপ অপ্টিমাইজড করা হয়েছে এবং নতুন ওয়ালপেপার ও নোটিফিকেশন প্যানেলে কিছু লেআউট ইমপ্রুভমেন্ট দেখা যাবে।

প্রসঙ্গত, xiaomiui-এর রিপোর্ট অনুযায়ী, ৩ জিবির এই আপডেট বর্তমানে শুধু এমআই পাইলট টেস্টারগণ ইন্সটল করতে পারছে। যদি কোনও বাগ খুঁজে না পাওয়া যায়। তাহলে আর কয়েকসপ্তাহের মধ্যে সাধারণ ব্যবহারকারীদের জন্য সেটি রোলআউট করা হবে।

উল্লেখ্য, Xiaomi 11 Lite গত বছরের জুনে ভারতে লঞ্চ হয়েছিল। আল্ট্রা স্লিম ও লাইটওয়েট ডিজাইন স্মার্টফোনটির ইউএসপি। এতে অ্যামোলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 732G প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং ৪,২৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে‌।