১৫ মিনিটে ফুল চার্জ, Xiaomi 11i Hypercharge ভারতে আসছে ৬ জানুয়ারি, দাম ও ফিচার দেখে নিন

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, চলতি বছরের অক্টোবরে চীনের বাজারে লঞ্চ হওয়া Redmi Note 11 Pro+ ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে Xiaomi 11i Hypercharge ভারতের বাজারে শীঘ্রই আত্মপ্রকাশ করতে পারে। সেইমতোই এখন শাওমির তরফে অফিশিয়ালি ঘোষণা করা হল, আগামী ৬ জানুয়ারি ভারতের বাজারে Xiaomi 11i Hypercharge ফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে। এই ফোনের সাথে Xiaomi 11i বেস মডেলটিও লঞ্চ হতে পারে, যা আবার Redmi Note 11 Pro ফোনের রিব্যাজড ভার্সন। লঞ্চের আগে প্রকাশ্যে আসা Xiaomi 11i Hypercharge ফোনের একটি টিজার থেকে জন্য গেছে, এই ফোনটি অফার করবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫জি কানেক্টিভিটি।

Xiaomi 11i Hypercharge আসছে আগামী বছরে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই

শাওমি ইন্ডিয়া একটি টুইট করে আজ শাওমি ১১আই হাইপারচার্জ ফোনের লঞ্চের তারিখটি নিশ্চিত করেছে। এর আগে বলা হচ্ছিল চলতি মাসেই লঞ্চ হতে পারে এই ফ্ল্যাগশিপ ফোনটি। কিন্তু শাওমি ১১আই হাইপারচার্জ যে ২০২২-এর জানুয়ারি মাসের ৬ তারিখেই বাজারে পা রাখবে, তা শাওমির টুইট থেকে এখন স্পষ্ট। লঞ্চের দিন ঘোষণার পাশাপাশি শাওমি নিশ্চিত করেছে এই ফোনটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে চলেছে। সংস্থার দাবি এই চার্জিং সাপোর্টের দরুন মাত্র ১৫ মিনিটের মধ্যেই এই ফোনের বিল্ড-ইন ব্যাটারিটি ১০০ শতাংশ চার্জ হয়ে যাবে।

এদিকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাইক্রো সাইট ইঙ্গিত দিচ্ছে, Xiaomi 11i Hypercharge ফোনটি ছাড়াও, এই সিরিজের বেস মডেল Xiaomi 11i-এর ওপর থেকেও একই সময় পর্দা সরানো হতে পারে। উল্লেখ্য, এর আগে এক টিপস্টার দাবি করেছিলেন, Xiaomi 11i Hypercharge ও Xiaomi 11i ফোন দুটি এ বছর অক্টোবর মাসে চীনের মার্কেটে লঞ্চ হওয়া Redmi Note 11 Pro+ ও Redmi Note 11 Pro ফোন দুটির রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসবে।

শাওমি ১১ আই হাইপারচার্জ -এর ভারতে সম্ভাব্য দাম (Xiaomi 11i Hypercharge Expected Price in India)

যেহেতু শাওমি ১১ আই হাইপারচার্জ ফোনটি রেডমি নোট ১১ প্রো প্লাস-এর রিব্র্যান্ডেড ভার্সন, তাই আসন্ন এই ফোনের দাম রেডমির ফোনটির মতই হবে বলে মনে করা হচ্ছে। চীনা বাজারে রেডমি নোট ১১ প্রো প্লাস ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৮৯৯ ইউয়ান (আনুমানিক ২২,৫০০ টাকা)। এই ফোনটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যায়। এর দাম ২,০৯৯ ইউয়ান (আনুমানিক ২৪,৯০০ টাকা)। এর আগে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গেছে নতুন ফোনটি ভারতের বাজারে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ উপলব্ধ হতে পারে এবং শাওমি ১১ আই হাইপারচার্জ ফোনটি ক্যামো গ্রীন ও স্লিথ ব্ল্যাক – এই দুটি কালারের পাওয়া যেতে পারে।

শাওমি ১১ আই হাইপারচার্জ -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Xiaomi 11i Hypercharge Expected Specifications)

শাওমির তরফে নতুন এই মিড-রেঞ্জ ফোনটির স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, তবে যদি সত্যি সত্যি এটি Redmi Note 11 Pro+ ফোনেরই রিব্র্যান্ডেড ভার্সন হয়, তাহলে এই ফোনে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। শাওমির এই ফোনে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাকপ্যানেলে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Xiaomi 11i Hypercharge স্মার্টফোনে পাওয়া যেতে পারে ডুয়েল জেবিএল-টিউনড স্টিরিও স্পিকার, এনএফএস সাপোর্ট ও ৪,৫০০এমএএইচ ব্যাটারি।