Xiaomi 11i, Xiaomi 11i Hypercharge আজ দুর্ধর্ষ ফিচার সহ ভারতে লঞ্চ হচ্ছে, জেনে নিন দাম ও ফিচার

পূর্ব ঘোষণা মতই আজ অর্থাৎ ৬ই জানুয়ারী ভারতে লঞ্চ হতে চলেছে Xiaomi 11i স্মার্টফোন সিরিজ। এক্ষেত্রে চীনা টেক জায়ান্টটি এই লাইনআপে Xiaomi 11i (শাওমি ১১আই) এবং Xiaomi 11i HyperCharge (শাওমি ১১আই হাইপারচার্জ) নামক দুটি ফোনের ওপর থেকে পর্দা সরাবে। এই ফোনগুলির ডিজাইন ও কালার ভ্যারিয়েন্টের তথ্যও ইতিমধ্যেই ফাঁস হয়েছে। আবার বিজ্ঞাপনী প্রচারে Xiaomi জানিয়েছে যে এই সিরিজে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত অ্যামোলেড ডিসপ্লে, ডলবি অ্যাটমোস প্রযুক্তি, ১০৮ মেগাপিক্সেল ট্রিপল-ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। আসুন Xiaomi 11i এবং Xiaomi 11i HyperCharge-এর লঞ্চের সময়, দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Xiaomi 11i সিরিজ আজ লঞ্চ হচ্ছে

শাওমি ১১আই সিরিজের জন্য ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করেছে, যাতে বলা হয়েছে আজ দুপুর ১২টায় এই ফোনগুলি লঞ্চ হবে। সেক্ষেত্রে আগ্রহীরা লঞ্চ ইভেন্টটি কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখতে পারবেন।

Xiaomi 11i সিরিজের দাম, উপলব্ধতা (প্রত্যাশিত)

শাওমি এখনো তার শাওমি ১১আই সিরিজের অধীনস্থ ফোনগুলির দাম প্রকাশ করেনি। তবে বিভিন্ন রিপোর্ট দেখে মনে করা হচ্ছে হ্যান্ডসেটগুলির প্রারম্ভিক দাম ২৫,০০০ টাকা হবে। ক্রেতারা শাওমি ১১আই ও শাওমি ১১আই হাইপারচার্জ অনেক কালার অপশনের মধ্যে বেছে নিতে পারবেন।

Xiaomi 11i সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

জল্পনা রয়েছে আসন্ন শাওমি ১১আই ফোনটি অক্টোবরে লঞ্চ হওয়া রেডমি নোট ১১ প্রো-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসবে, যেখানে রেডমি নোট ১১ প্রো+ মডেলটি রূপ ও নাম বদলে শাওমি ১১আই হাইপারচার্জ হিসেবে এদেশে আত্মপ্রকাশ করবে। সেক্ষেত্রে শাওমি ১১আই সিরিজের ফোনদুটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর এবং LPDDRX র‌্যাম পাওয়া যাবে। আবার এই সিরিজের বিশেষ আকর্ষণ হবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি।

ক্যামেরা ফিচার সম্পর্কে বললে, শাওমি ১১আই ও শাওমি ১১আই হাইপারচার্জ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেখা যাবে। একইভাবে সেলফি তোলার জন্য ফোনগুলিতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এছাড়াও কানেক্টিভিটির জন্য মিলবে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।