৮ হাজার টাকা ছাড়ে কিনুন Xiaomi 11i HyperCharge, রয়েছে ১০৮ এমপি ক্যামেরা ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং

প্রত্যাশা মতই জানুয়ারির ৬ তারিখ অর্থাৎ গত পরশু ভারতে লঞ্চ হয়েছে Xiaomi-র ব্র্যান্ড নিউ স্মার্টফোন Xiaomi 11i HyperCharge (শাওমি ১১আই হাইপারচার্জ)। এই ফোনে আছে ডাইমেনসিটি প্রসেসর, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আগামী ১২ জানুয়ারি এই ফিচারে ঠাসা ফোন প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ হবে। এদেশে Xiaomi 11i HyperCharge-এর দাম শুরু হয়েছে ২৬,৯৯৯ টাকা থেকে। তবে লঞ্চ অফারে আপনি ফোনটি ৮,০০০ টাকা পর্যন্ত ছাড়ে পকেটস্থ করতে পারেন। কীভাবে? চলুন বিস্তারিত জেনে নিই।

Xiaomi 11i HyperCharge-এর দাম, অফার

শাওমি ১১আই হাইপারচার্জ ফোনের ৬ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে ২৬,৯৯৯ টাকা, যেখানে এর ৮ জিবি/১২৮ জিবি মডেল ২৮,৯৯৯ টাকায় কেনা যাবে। তবে চীনা টেক জায়ান্টটি প্রথম সেলে লঞ্চ অফার হিসেবে ফোনটির ওপর ১,৫০০ টাকা ছাড় দেবে, এছাড়া স্টেট ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ক্রেতারা ২,৫০০ টাকা ছাড় পাবেন। অর্থাৎ সব মিলিয়ে এই ফোনের দাম মোট ৪,০০০ টাকা কমবে। তবে এখানেই অফারের শেষ নয়!

আসলে শাওমি সম্প্রতি ইউজারদের জন্য একটি আপগ্রেড পরিকল্পনাও ঘোষণা করেছে। আর এই অফারের আওতায় পুরানো কোনো ‘Redmi Note’ ফোন বিনিময় করলে তাদের অতিরিক্ত ৪,০০০ টাকা ছাড় দেওয়া হবে। সোজা ভাষায় বললে, ক্রেতারা এই ফোনে প্রায় ৮,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। ফলে ফোনটি যথাক্রমে ১৮,৯৯৯ টাকায় এবং ২০,৯৯৯ টাকায় কেনা যাবে।

Xiaomi 11i HyperCharge-এর স্পেসিফিকেশন

শাওমি ১১আই হাইপারচার্জ ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০×১০৮০ পিক্সেল রেজোলিউশন) ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। ফোনটি MIUI 12.5 কাস্টম স্কিনে রান করবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এই নতুন ফোনটি ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অফার করবে।