Xiaomi 11T Pro ‘হাইপারফোন’ শীঘ্রই ভারতে আসছে, থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ও ১২ জিবি পর্যন্ত র‌্যাম

শাওমি নতুন বছরে একের পর এক নয়া স্মার্টফোন বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। গতকালই (৬ জানুয়ারি) ভারতের বাজারে পা রেখেছে নতুন স্মার্টফোন সিরিজ Xiaomi 11i। এই সিরিজের লঞ্চ ইভেন্টেই চীনা সংস্থাটি তাদের আরও একটি নতুন স্মার্টফোনের টিজার প্রকাশ্যে এনেছে৷ যদিও ফোনটি সন্বন্ধে বিস্তারিতভাবে এখনও কিছু জানা যায়নি, তবে টিজারটি থেকে ধারণা করা হচ্ছে যে ফোনটি Xiaomi 11T Pro হতে পারে, যেটি গত সেপ্টেম্বর মাসে ইউরোপে আত্মপ্রকাশ করেছিল৷ এই ফোনটি সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ গ্লোবাল মার্কেটে এসেছে। এছাড়া এই ফোনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ১২০ হার্টজ AMOLED ডিসপ্লে।

Xiaomi 11T Pro ভারতের বাজারে শীঘ্রই লঞ্চ হতে পারে

গতকাল শাওমি ১১আই হাইপারচার্জ ৫জি এবং শাওমি ১১আই ৫জি ফোন দুটির লঞ্চ ইভেন্টে সংস্থাটি তাদের নতুন একটি স্মার্টফোন বাজারে আনার ইঙ্গিত দিয়ে একটি টিজার প্রকাশ্যে এনেছে। এই ফোনটিকে টিজারে ‘হাইপারফোন’ (Hyperphone) বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি টিজারে একটি “কামিং সুন” ট্যাগও রয়েছে৷

যদিও এছাড়া ফোনটি সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তবে পূর্বে প্রকাশিত রিপোর্টগুলি থেকে ধারণা করা হচ্ছে এই মডেলটি Xiaomi 11T Pro হতে পারে।

জানিয়ে রাখি, গত মাসে জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (SIG) ওয়েবসাইটে Xiaomi 11T Pro ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টটিকে স্পট করেছিলেন। 2107113I মডেল নম্বর সহ এই ভ্যারিয়েন্টটি ব্লুটুথ এসআইজি সাইটে তালিকাভুক্ত হয়, যেখানে “I” অক্ষরটি ভারতীয় ভ্যারিয়েন্টের দিকেই বিশেষভাবে ইঙ্গিত করছে বলে অনুমান করা হচ্ছে৷

Xiaomi 11T Pro ফোনের পাশাপাশি, চীনা কোম্পানিটি Xiaomi 11T ফোনটিও দেশে লঞ্চ করবে বলে অনুমান করা হচ্ছে। নভেম্বরে টিপস্টার ইশান আগরওয়াল দাবি করেছিলেন যে, Xiaomi 11T স্মার্টফোনটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – এই দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে। আবার অন্যদিকে Xiaomi 11T Pro মডেলটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি+ ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি বিকল্পে বাজারে আত্মপ্রকাশ করতে পারে।

শাওমি ১১টি প্রো – এর দাম (Xiaomi 11T Pro Price)

গত বছর সেপ্টেম্বর মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া শাওমি ১১টি প্রো বেস ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিরেন্টের দাম রাখা হয়েছে ৬৪৯ ইউরো (আনুমানিক ৫৪,৬০০টাকা)। এছাড়াও ফোনটির ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ও টপ-অফ-দ্য-লাইন ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৬৯৯ ইউরো (আনুমানিক ৫৮,৮০০ টাকা) ও ৭৪৯ ইউরো (আনুমানিক ৬৩,০০০ টাকা)।

শাওমি ১১টি প্রো – এর স্পেসিফিকেশন (Xiaomi 11T Pro Specifications)

শাওমি ১১টি প্রো স্মার্টফোনটির গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ১০ বিট AMOLED ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। শাওমির এই ফোনটি সর্বাধিক ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য Xiaomi 11T Pro ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপের মধ্যে দেওয়া হয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি টেলিফটো শুটার। সেলফি ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের সামনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Xiaomi 11T Pro ফোনে হারমান কার্ডন সহ ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে রয়েছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।