লঞ্চের একদিন আগে Xiaomi 11T Pro ফোনের দাম ফাঁস, OnePlus 9RT দেবে টেক্কা

শাওমি আগামীকাল, অর্থাৎ ১৯ জানুয়ারি ভারতে তাদের আসন্ন ‘হাইপারফোন’ ওরফে Xiaomi 11T Pro -এর ওপর থেকে পর্দা সরাতে চলেছে। এই ফোনটির ইউএসপি যে এর অভাবনীয় চার্জিং স্পিড তা ইতিমধ্যেই জানিয়েছে সংস্থা। এর ফলে যথারীতি স্মার্টফোন প্রেমীদের আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে। এখন লঞ্চের একদিন আগে এক টিপস্টার প্রকাশ্যে আনলেন ভারতের বাজারে আসন্ন Xiaomi 11T Pro ফোনের দাম। যারপর মনে হচ্ছে এটি বাজারে বিদ্যমান OnePlus 9RT ও Samsung Galaxy S21 FE 5G- এর মত ফ্ল্যাগশিপ ফোনগুলির সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে।

শাওমি ১১টি প্রো ভারতে দাম (Xiaomi 11T Pro Price in India leak)

পরিচিত টিপস্টার যোগেশ ব্রার টুইট করে সামনে এনেছেন শাওমি ১১টি প্রো ফোনের দাম। টুইটে এই আসন্ন ফোনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের প্যাকেজিং বাক্সের একটি ছবি শেয়ার করেছেন তিনি। এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, ফোনটির এমআরপি ৫৪,৯৯৯ টাকা। তবে টিপস্টার দাবি করেছেন যে, ডিভাইসটির আসল দাম সম্প্রতি ভারতে পা রাখা ওয়ানপ্লাস ৯আরটি ফোনের মতোই হবে। আবার এই ফোনের সাথে লঞ্চ অফার পাওয়া যাবে।

তার দাবি অনুযায়ী, Xiaomi 11T Pro ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে প্রায় ৪৩,০০০ টাকা। আবার ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ৪৭,০০০ টাকার কাছাকাছি হবে বলে।

এছাড়া, প্রকাশ্যে আসা ছবিটি থেকে আরও জানা যাচ্ছে যে, Xiaomi 11T Pro স্মার্টফোনটির বাক্সে মোবাইল ফোন ইউনিট, চার্জার এবং ইউএসবি-সি কেবল, সিম ইজেক্টর টুল, প্রোটেক্টিভ কেস, টাইপ-সি থেকে ৩.৫ মিলিমিটার হেডফোন অ্যাডাপ্টার সহ এই ফোন সম্বন্ধীয় সাধারণ কাগজপত্র অন্তর্ভুক্ত রয়েছে।

শাওমি ১১টি প্রো -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Xiaomi 11T Pro Expected Specifications)

গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার সুবাদে শাওমি ১১টি প্রো ফোনের স্পেসিফিকেশন আমাদের জানা। এই ফোনে থাকবে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ এবং স্ক্রিনের ওপর সুরক্ষার জন্য দেওয়া হবে গরিলা গ্লাস ভিক্টাস এবং নিরাপত্তার জন্য এই ফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত থাকবে।

পারফরম্যান্সের জন্য Xiaomi 11T Pro ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ফোনটি বাজারে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – এই তিন ভ্যারিয়েন্টে আসবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi 11T Pro ফোনের ব্যাক প্যানেলের ট্রিপল ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এছাড়া,সেলফি ও ভিডিও কলিং এর জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং উপস্থিত থাকবে। Xiaomi 11T Pro ফোনে হারমন কর্ডন ব্র্যান্ডের ডুয়েল স্টেরিও স্পিকারও দেওয়া হবে।

শাওমির এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।

উল্লেখ্য, Xiaomi 11T Pro স্মার্টফোনটি ১৯ জানুয়ারি বেলা ১২টার সময় ভারতের বাজারে উন্মোচিত হবে এবং সেদিনই দুপুর ২টো থেকে এই ফোনের সেল শুরু হয়ে যাবে।