Xiaomi 11T ও Xiaomi 11T Pro চলতি মাসেই লঞ্চ হচ্ছে, তার আগে ফাঁস ছবি সহ ফিচার

১৫ সেপ্টেম্বর একটি গ্লোবাল লঞ্চ ইভেন্ট হোস্ট করবে শাওমি (Xiaomi)৷ ইভেন্টটি নিয়ে গোপনীয়তা বজায় রেখে চলছে তারা। সে দিন কোন কোন পণ্যের আত্মপ্রকাশ ঘটবে, তা এখনও বলতে নারাজ সংস্থাটি। তবে শাওমি কিছু না বললেও বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যাচ্ছে, সে দিন Xiaomi 11T ও Xiaomi 11T Pro ফ্ল্যাগশিপ ফোন দুটি লঞ্চ করা হতে পারে।

Xiaomi 11T সিরিজের নানা স্পেসিফিকেশন সম্পর্কিত খবর ইতিমধ্যেই সামনে এসেছে। তবে ফোনগুলি দেখতে কেমন হবে তা নিয়ে একটা খুতখুত ভাব কাজ করছিল। অবশেষে ৯১মোবাইলসের সৌজন্যে Xiaomi 11T ও 11T Pro-এর ডিজাইন রেন্ডার প্রকাশ্য এসেছে। তাতে দেখা যাচ্ছে, ফোন দু’টির ডিজাইনের সঙ্গে Mi 11X-এর খানিকটা মিল রয়েছে।

Xiaomi 11T ও Xiaomi 11T Pro ফোনে থাকবে পাঞ্চ হোল (মাঝখানে) ডিসপ্লে। ফোনগুলির ডান পাশে রয়েছে ভলিউম বাটন ও পাওয়ার কী। ডিভাইসগুলির ব্যাক প্যানেলে অবস্থিত কালো রঙের ক্যামেরা মডিউলে চোখ রাখলে দেখা যাবে, তাতে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

প্রিডিসেসরের (Xiaomi 10T) মতো এবারও ডিজাইনের দিক থেকে, Xiaomi 11T ও Xiaomi 11T Pro-এর মধ্যে বৈসাদৃশ্য থাকবে না। এমনকি, দু’টি ফোনই আসবে সেলেশ্চিয়াল ব্লু, মিটিওরাইট গ্রে, এবং মুনলাইট হোয়াইট কালার অপশনে।

Xiaomi 11T ও Xiaomi 11T Pro স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

শাওমি ১১টি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ওলেড ডিসপ্লে থাকতে পারে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। অন্যদিকে শাওমি ১১টি প্রো ফোনেও দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ওলেড প্যানেল। এই ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ফোনগুলিতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যার সাথে ৬৭ ওয়াট বা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন