Xiaomi 11T Pro ভারতে Snapdragon 888 চিপসেট ও প্রাণবন্ত অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসছে, মিলবে অ্যামাজনে

Xiaomi 11T Pro ভারতে লঞ্চ হচ্ছে আগামী ১৯ জানুয়ারি। স্মার্টফোনটির ল্যান্ডিং পেজ সম্প্রতি শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভে এসেছিল। আর এখন ভারতে অ্যামাজনের ওয়েবসাইটে Xiaomi 11T Pro-এর মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। অর্থাৎ ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি শাওমি ইন্ডিয়া’র অনলাইন স্টোর ছাড়াও অ্যামাজনে উপলব্ধ হবে।

অ্যামাজনে Xiaomi 11T Pro-এর লিস্টিং অনুযায়ী, এতে ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১০-বিট কালার অফার করবে। ফোনের অভ্যন্তরে রয়েছে গত বছরের হাই-এন্ড Snapdragon 8880 চিপসেট। এটি বিভিন্ন রেঞ্জের ফাইভ-জি ব্যান্ড সাপোর্ট করবে। উল্লেখ্য, শাওমি’র অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, Xiaomi 11T Pro মোট ১৩টি ফাইভ-জি ব্যান্ড সাপোর্ট করবে।

Xiaomi 11T Pro স্পেসিফিকেশন

গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার ফলে শাওমি ১১টি প্রো-র স্পেসিফিকেশনগুলি সম্পর্কে আমরা ওয়াকিবহল। ডিভাইসটির গ্লোবাল ভ্যারিয়েন্টে ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন বর্তমান। ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট দেওয়া হয়েছে। এটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যায়৷ ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য শাওমি ১১টি প্রো-তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর + ৫ মেগাপিক্সেল টেলিফটো ম্যাক্রো ক্যামেরা। ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।