Xiaomi 11T, 11T Pro নিয়ে বড়সড় তথ্য ফাঁস, দেখে নিন দাম, স্টোরেজ ও কালার অপশন

ফ্ল্যাগশিপ ফোনের বাজারে প্রতিপক্ষকে যেন গুনে গুনে গোল দেওয়ার পরিকল্পনা করছে শাওমি (Xiaomi)। চীনের বাজারে Mix 4 লঞ্চ করার পর, এবার গ্লোবাল মার্কেটে একজোড়া ফ্ল্যাগশিপ ফোন আনতে চলেছে সংস্থাটি। রিপোর্ট বলছে, সামনের মাসেই হয়তো Xiaomi 11T সিরিজ লঞ্চ হয়ে যাবে। আগের বছরের মতো এ বছরেও এই ‘T’ সিরিজে দু’টি মডেল থাকতে পারে বলে জল্পনা চলছিল।

টিপস্টার ঈশান আগরওয়াল আজ টুইট করে জল্পনাতেই শিলমোহর দিয়েছেন। তাঁর টুইট অনুযায়ী, ইউরোপের এক রিটেলার সাইট Xiaomi 11T সিরিজের Xiaomi 11T Xiaomi 11T Pro  দু’টো মডেলকেই তালিকাভুক্ত করেছে। সেইসঙ্গে ওই রিটেলার সাইট থেকে Xiaomi 11T কালার ভ্যারিয়েন্ট, স্টোরেজ, এবং সম্ভাব্য দামের বিষয়েও জানা গিয়েছে।

Mi ব্র্যান্ডিং ছাড়াই আসছে 11T সিরিজ

উল্লেখ্য, এবার Mi ব্র্যান্ডিং ত্যাগ করে আত্মপ্রকাশ ঘটবে 11T সিরিজের। Mi 11T ও Mi 11T Pro-এর বদলে শুধু প্রস্তুতকারী সংস্থার নাম ব্যবহার করা হবে – Xiaomi 11T ও Xiaomi 11T Pro।

Xiaomi 11T ও Xiaomi 11T Pro স্টোরেজ, দাম, কালার অপশন

৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮  জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হবে শাওমি ১১টি সিরিজের দুই ফোন।

রিটেলার সাইটে শাওমি ১১টি-র ১২৮ জিবি মডেলের দাম ৬৩৩.৯৬ পাউন্ড (প্রায় ৬৪,৫০০ টাকা) ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৬০,৯৫ পাউন্ড (প্রায় ৬৭,৩০০ টাকা)।

অন্য দিকে, শাওমি ১১টি প্রো-র ১২৮ জিবি ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৭৫৮.৬৯ পাউন্ড (প্রায় ৭২,৩০০ টাকা) ও ৭৮৫.৪২ পাউন্ড (প্রায় ৮০,০০০ টাকা)।

প্রসঙ্গত, দামগুলি সঠিক না হলেও স্টোরেজ অপশনগুলি যে যথাযথ, তা নিশ্চিতভাবে বলা যায়। এছাড়া, সেলেশ্চিয়াল ব্লু, মুনলাইট হোয়াইট, এবং মিটিওরাইট গ্রে কালার অপশনে আসবে শাওমি ১১টি ও শাওমি ১১টি প্রো।

Xiaomi 11T সিরিজের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

শাওমি ১১টি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ওলেড ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর থাকতে পারে। আবার ফোটোগ্রাফির জন্য এতে দেওয়া হতে পারে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর, এবং ম্যাক্রো ক্যামেরা।

অন্য দিকে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর-সহ আসতে পারে শাওমি ১১টি প্রো। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যার সাথে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন