Xiaomi 12 এবার আসছে গ্লোবাল মার্কেটে, লঞ্চের আগে দেখা গেল Geekbench-এ

চীনে ডিসেম্বরের শেষের দিকে লঞ্চ হয় শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi 12। এই লাইনআপে Xiaomi 12, Xiaomi 12 Pro ও Xiaomi 12X – এই তিনটি…

চীনে ডিসেম্বরের শেষের দিকে লঞ্চ হয় শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi 12। এই লাইনআপে Xiaomi 12, Xiaomi 12 Pro ও Xiaomi 12X – এই তিনটি মডেল বাজারে পা রাখে। শোনা যাচ্ছে গ্লোবাল মার্কেটেও শীঘ্রই আত্মপ্রকাশ করবে এই সিরিজটি। সেক্ষেত্রে লঞ্চের আগে এখন Xiaomi 12- এর গ্লোবাল ভ্যারিয়েন্টটিকে স্পট করা হল গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে। এই সাইটের লিস্টিং অনুযায়ী, ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট, ৮ জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে সহ আসবে, যেমনটা দেখা গেছে Xiaomi 12 সিরিজের চীনা ভ্যারিয়েন্টে।

Xiaomi 12 এবার আসছে গ্লোবাল মার্কেটে

2201123G মডেল নম্বর সহ শাওমি ১২ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টটি বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। এখানকার লিস্টিং থেকে জানা যাচ্ছে, ফোনটি বিশ্ব বাজারে পা রাখতে পারে ৮ জিবি র‍্যাম সহ, যেখানে চীনে এটি লঞ্চ হয়েছিল ১২ জিবি পর্যন্ত র‍্যামের সাথে। এছাড়া এই স্মার্টফোনে “তারো” (Taro) নামক প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট বলে মনে করা হচ্ছে। শাওমি 2201123G ফোনটি গিকবেঞ্চে সিঙ্গেল কোর টেস্টে ৭১১ পয়েন্ট ও মাল্টি কোর টেস্টে ২৮৩৪ পয়েন্ট অর্জন করেছে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর চীনে Xiaomi 12 Pro এবং Xiaomi 12X এর পাশাপাশি Xiaomi 12 মডেলটিও লঞ্চ হয়। এই ফোনে রয়েছে ৬.২৮ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০ × ২,৪৪০ পিক্সেল) AMOLED ডিসপ্লে। ডিসপ্লেটি অফার করে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও গরিলা গ্লাস ভিকটাস সুরক্ষা। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। Xiaomi 12-এর চাইনিজ সংস্করণটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করে। এই হ্যান্ডসেটের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত। ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও পাওয়া যাবে।

অন্যদিকে, টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) চীনা মাইক্রোব্লগিং সাইট Weibo-তে আসন্ন Xiaomi 12 Ultra ফোনের বিশদ বিবরণ প্রকাশ্যে এনেছেন। Xiaomi 12 সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেলটি কয়েক মাসের মধ্যে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। টিপস্টারের মতে, এতে বড় রিয়ার ক্যামেরা মডিউল দেখা যেতে পারে। তিনি এই ফোনের ব্যাক প্যানেলের ক্যামেরা মডিউলটির একটি স্কেচও পোস্ট করেছেন। স্কেচ অনুযায়ী, এই স্মার্টফোনের ক্যামেরা মডিউলটি ফোনের মাঝে অবস্থিত। স্কেচ দেখে মনে করা হচ্ছে মডিউলটি Vivo X80 সিরিজের স্মার্টফোনের সাথে সাদৃশ্যপূর্ণ। ভিভোর এই আসন্ন সিরিজের স্মার্টফোনে একই রকম ক্যামেরা সেটআপ ফোনের ব্যাক প্যানেলের বাঁদিকে দেখা যেতে পারে বলে মত টিপস্টারের।