Xiaomi 12 ডিসেম্বরে লঞ্চ হচ্ছে, হতে পারে Snapdragon 898 প্রসেসরের প্রথম স্মার্টফোন

৩০ নভেম্বর থেকে আয়োজিত হতে চলা কোয়ালকমের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ‘Qualcomm Tech Summit 2021’-এ সংস্থার নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 898 (আনঅফিসিয়াল নাম) ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে৷ এদিকে অন্যান্য সংস্থাগুলিকে পিছনে ফেলে শাওমি বিগত কয়েকবছর ধরে Snapdragon 8-সিরিজের নতুন প্রসেসর দিয়ে সর্বপ্রথম বাজারে স্মার্টফোন ছাড়তে পেরেছে৷ এর ফলে শাওমির আপকামিং ফ্ল্যাগশিপ ফোন Xiaomi 12 কবে নাগাদ লঞ্চ করা হবে, তা নিয়ে গুঞ্জন চলছিল টেকমহলে৷

লিকস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের এক নতুন রিপোর্ট সেই জল্পনায় এক নতুন মাত্রা যোগ করেছে৷
ওই টিপস্টারের ওয়েইবো (একটি চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে বলা হয়েছে, চাইনিজ টেক জায়ান্ট শাওমির আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন (Xiaomi 12) ডিসেম্বরের শেষে লঞ্চ করা হবে৷ এতে কোয়ালকমের হাই-এন্ড চিপসেট থাকবে, যা স্ন্যাপড্রাগন ৮৯৮ বা ৮৯৫ নামে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বরের মধ্যে লঞ্চ হওয়ার কথা৷

Adreno 730 গ্রাফিক্সের সঙ্গে আসতে পারে Snapdragon 898 বা Snapdragon 895 প্রসেসর। এটি ৪ ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি করা হবে। চিপটির প্রাইম কোর Cortex X2 কোরের আর্কিটেকচারের ভিত্তিক হবে বলে আশা করা যায়৷ যার ক্লক স্পিড ৩.০৯ গিগাহার্টজ। এটি পুরনো প্রজন্নের X1 কোরের চেয়ে ১৬ শতাংশ বর্ধিত পারফরম্যান্স দেবে।

শাওমি ১২: সম্ভাব্য স্পেসিফিকেশন (Xiaomi 12 expected Specifications)

শাওমি ১২ ফোনে থাকতে পারে এলটিপিও ডিসপ্লে, যা অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের রেজোলিউশন হতে পারে 2K। এটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে ‌পারে।

আবার ১২০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে শাওমি ১২৷ ফটোগ্রাফির জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফটো লেন্স দেওয়া হতে পারে৷

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

13 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

22 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

51 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago