Xiaomi 12 Lite 5G শীঘ্রই বাজারে পা রাখছে, Snapdragon প্রসেসর সহ থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা

গত ডিসেম্বরে চীনে উন্মোচনের পর কিছুদিন আগেই স্মার্টফোন নির্মাতা শাওমি তাদের Xiaomi 12 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি গ্লোবাল মার্কেটেও লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে বাজারে পা রেখেছে Xiaomi 12, Xiaomi 12X এবং Xiaomi 12 Pro হ্যান্ডসেট তিনটি। এগুলির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম Xiaomi 12 Pro- এর ভারতে বাজারে আগমনের বিষয়টিও নিশ্চিত করেছে সংস্থা। যদিও শাওমি এখনও এদেশে এই ফোনটির লঞ্চের জন্য নির্ধারিত তারিখটি জানায়নি। তবে এর মধ্যেই এবার Xiaomi 12 সিরিজের আরেক স্মার্টফোন, Xiaomi 12 Lite 5G-এর স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য অনলাইনে ফাঁস করেছেন এক পরিচিত টিপস্টার। শাওমি বর্তমানে এই নতুন ডিভাইসটির লঞ্চের জন্য কাজ করছে বলে জানা গেছে। আসুন এই আপকামিং স্মার্টফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

শাওমি ১২ লাইট ৫জি সম্ভাব্য স্পেসিফিকেশন (Xiaomi 12 Lite 5G Expected Specifications)

টিপস্টার যোগেশ ব্রার টুইটার আপকামিং শাওমি ১২ লাইট ৫জি -এর সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি প্রকাশ করেছেন। শাওমি চীন এবং অন্যান্য বাজারে খুব শীঘ্রই এই ডিভাইসটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। টিপস্টার দাবি করেছেন, এই ফোনে ৬.৫৫ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি সম্ভবত একটি ফ্ল্যাট স্ক্রিন এবং ডিসপ্লের কেন্দ্রে একটি হোল-পাঞ্চ কাটআউট সহ আসতে পারে। শাওমি ১২ লাইট ৫জি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত হবে। এতে ৬ জিবি/ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi 12 Lite 5G-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল-ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখতে পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 12 Lite 5G- এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর পাশাপাশি এই আসন্ন হ্যান্ডসেটে ডুয়েল স্পিকার সেটআপের জন্য হাই-রেস অডিও সাপোর্ট থাকবে। নিরাপত্তার জন্য, ডিভাইসটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। তবে এই ফোনে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক থাকার সম্ভাবনা কম। সবশেষে, Xiaomi 12 Lite 5G মডেলটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে।