Xiaomi 12 Lite, Xiaomi 12 Lite Zoom ফোনের ফিচার ফাঁস, কবে নাগাদ লঞ্চ হবে?

শাওমির পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন তথা Xiaomi 12, Xiaomi 12X, এবং Xiaomi 12 Pro ডিসেম্বরের ২৮ তারিখে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলতি বছরে Xiaomi Mi 11 সিরিজের অধীনে বিভিন্ন মডেলের হ্যান্ডসেট বাজারে এসেছে। একই ভাবে Xiaomi 12 সিরিজের একাধিক ভ্যারিয়েন্ট আত্মপ্রকাশ করবে বলে খবর। শাওমিইউআই.নেট-এর রিপোর্ট থেকে এমনই দুই ফোনের বিষয়ে জানা গিয়েছে। Xiaomi 12 পরিবারে Xiaomi 12 Lite ও Xiaomi 12 Lite Zoom বলে দু’টি ডিভাইস আসতে পারে। ফোনদ্বয়ের স্পেসিফিকেশনগুলিও সামনে আনা হয়েছে।

শাওমি ১২ লাইট স্পেসিফিকেশনস (প্রত্যাশিত) (Xiaomi 12 Lite Expected Specifications)

শাওমিইউআই.নেট-এর রিপোর্ট অনুযায়ী, Xiaomi 12 Lite এর কোডনাম ‘Taoyao’৷ মডেল নম্বরের শর্ট ফর্ম L9। এর 2203129G মডেল নম্বরের গ্লোবাল ভ্যারিয়েন্ট এবং 2203129I মডেল নম্বরযুক্ত ইন্ডিয়ান ভার্সন সম্প্রতি আইএমইআই ডেটাবেসে স্পট করা হয়েছে।

শাওমি ১২ লাইট ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড ফুল-এইচডি+ ডিসপ্লে, ইন- স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্ন্যাপড্রাগন ৭৭৮জি বা স্ন্যাপড্রাগন ৭৮০জি প্রসেসর, রিয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেল (Samsung GW3) প্রাইমারি সেন্সর, একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং একটি ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে।

এছাড়া চীনে গত সেপ্টেম্বরে লঞ্চ হওয়া শাওমি সিভি-র মতো শাওমি ১২ লাইট কার্ভড এজ ডিসপ্লের সঙ্গে আসার সম্ভাবনা আছে।

শাওমি ১২ লাইট জুম স্পেসিফিকেশনস (প্রত্যাশিত) (Xiaomi 12 Lite Zoom Expected Specifications)

Xiaomi 12 Lite Zoom এর কোডনাম “Zijin” এবং শর্ট মডেল নম্বর L9B। এটি শুধুমাত্র চীনে লঞ্চ হতে পারে। কারণ, Xiaomi 12 Lite Zoom এর 2203129BC মডেল নম্বরযুক্ত চাইনিজ ভ্যারিয়েন্টটি IMEI ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, শাওমি ১২ লাইট জুমে কার্ভড এজ-সহ ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড ফুল-এইচডি+ ডিসপ্লে, ইন- স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্ন্যাপড্রাগন ৭৭৮জি বা স্ন্যাপড্রাগন ৭৮০জি প্রসেসর, রিয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেল (Samsung GW3) প্রাইমারি সেন্সর, একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং একটি টেলিফটো লেন্স দেখা যেতে পারে।

শাওমির মডেল নম্বরের প্রথম দু’টি অক্ষর সাধারণত লঞ্চের বছরকে চিহ্নিত করে। সেই অনুযায়ী শাওমি ১২ লাইট ও শাওমি ১২ লাইট জুম ২০২৩-এ লঞ্চ হবে বলে ধরে নেওয়া যায়। এছাড়া ফোনগুলিতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম ইন্টাফেস প্রি-ইনস্টলড থাকবে।