boAt Lunar Pro LTE: ই-সিম সাপোর্ট সহ বোট লঞ্চ করল নতুন স্মার্টওয়াচ, Jio সিমের সাথে বিশেষ অফার

ভারতীয় বাজারে boAt Lunar Pro LTE স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা

boAt -র নতুন ই-সিম সাপোর্ট যুক্ত স্মার্টওয়াচ boAt Lunar Pro LTE ভারতে লঞ্চ হল। গোলাকৃতি ডায়ালের নতুন এই ঘড়িটির ডান ধারে রয়েছে দুটি সাইট বাটন। আবার এতে রয়েছে বিল্ট-ইন জিপিএস সাপোর্ট। সংস্থাটি দাবী করেছে, একবার চার্জে এটি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Lunar Pro LTE স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

boAt Lunar Pro LTE-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে boAt Lunar Pro LTE স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা। এটি স্লিক ব্ল্যাক এবং রিফাইন্ড ব্রাউন কালার অপশনে পাওয়া যাবে। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি। এর সাথে নতুন জিও সিম নিলে ক্রেতারা পাবেন তিন মাসের জন্য ৩৯৯ টাকার কমপ্লিমেন্টারি প্ল্যান, সম্পূর্ণ বিনামূল্যে।

boAt Lunar Pro LTE-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত boAt Lunar Pro LTE স্মার্টওয়াচটি ব্রান্ডের অন্যান্য স্মার্টওয়াচের থেকে কিছুটা আলাদা। কারণ এতে রয়েছে ই-সিম সাপোর্ট। ফলে স্মার্টফোনের সাহায্য ছাড়াই হাতের ঘড়ি থেকে এর মাধ্যমে কল করা, মেসেজ করা যাবে। এই কারণে boAt হাত মিলিয়েছে জিও টেলিকম সার্ভিসের সাথে। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই এয়ারটেলের ই-সিমও এতে ব্যবহারযোগ্য হবে।

অন্যদিকে, নয়া ঘড়িতে দেওয়া হয়েছে ১.৩৯ ইঞ্চি গোলাকার অ্যামোলেড ডিসপ্লে। এতে থাকবে একাধিক কাস্টমাইজেবল ওয়াচফেস। আবার হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার, স্লিপ ট্র্যাকারের সাথে ১০০টির বেশি স্পোর্টস মোড উপলব্ধ। এখানেই শেষ নয়, boAt Lunar Pro LTE স্মার্টওয়াচে রয়েছে ইন-বিল্ট জিপিএস সাপোর্ট।

এবার আসা যাক boAt Lunar Pro LTE স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি সাধারণ ব্যবহারে ৭ দিন এবং ই-সিম এনাবল থাকলে ২ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হলো কুইক ডায়াল প্যাড, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, সিডেন্টারি অ্যালার্ট, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, ওয়েদার আপডেট ইত্যাদি। সর্বোপরি জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।