Xiaomi 12 Ultra কবে লঞ্চ হবে জেনে নিন, থাকবে Snapdragon 8 Gen 1+ প্রসেসর

গতবছর ডিসেম্বরে শাওমি চীনের বাজারে লঞ্চ করেছে তাদের Xiaomi 12 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি। এই সিরিজের অধীনে বাজারে পা রেখেছে Xiaomi 12, Xiaomi 12X এবং Xiaomi 12 Pro- এই তিনটি মডেল। চীনে ডিভাইসগুলি লঞ্চ হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছে এই জনপ্রিয় স্মার্টফোন সিরিজের চতুর্থ ও সবচেয়ে প্রিমিয়াম মডেল হিসেবে Xiaomi 12 Ultra শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে। মনে করা হচ্ছে এই ফোনটি গতবছর লঞ্চ হওয়া Mi 11 Ultra-এর উত্তরসূরি হিসেবে আসবে। তবে লঞ্চের আগে এখন একটি নতুন রিপোর্ট থেকে জানা গেল এই আপকামিং ডিভাইসটি আইএমইআই (IMEI)- এর ডেটাবেসে উপস্থিত হয়েছে। এর পাশাপাশি অপর একটি সূত্র থেকে এও জানা গেছে যে, Xiaomi 12 Ultra-এ ব্যবহার করা হবে Qualcomm Snapdragon 8 Gen 1+ প্রসেসরটি। প্রসঙ্গত, শোনা যাচ্ছে এই চিপসেটটি কোয়ালকমের লেটেস্ট Snapdragon 8 Gen 1-এর আপগ্রেডেড ভার্সন হিসেবে চলতি বছরের দ্বিতীয়ার্ধেই উন্মোচিত হবে।

Xiaomi 12 Ultra- কে দেখা গেল IMEI ডেটাবেসে

Xiaomiui.net- এর একটি নতুন রিপোর্ট অনুযায়ী, 2206122SC মডেল নম্বর সহ আসন্ন শাওমি ১২ আল্ট্রা আইএমইআই (IMEI) ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এই ফোনটির কোডনেম শাওমি এল২এস (Xiaomi L2S) বলেও অনুমান করা হচ্ছে। জানিয়ে রাখি, ডিসেম্বরে লঞ্চ হওয়া শাওমি ১২ প্রো, M2001J1C মডেল নম্বরের সাথে এসেছিল এবং এর কোডনেম ছিল L2।

এছাড়া, Xiaomiui, আইএমইআই ডেটাবেসের লিস্টিংয়ের একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে, যদিও এটিতে শাওমি ১২ আল্ট্রা নামটি স্পষ্টভাবে দেখা যায়নি। তবে, তালিকাভুক্ত মডেলটিকে পরবর্তী শাওমি ১২ সিরিজের ‘আল্ট্রা’ মডেল হিসেবেই বিবেচনা করা হচ্ছে, কারণ চীনা সংস্থাটি ‘SC’ সাফিক্স যুক্ত মডেল নম্বর সহ তাদের ‘আল্ট্রা’ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এর আগেও বাজারে লঞ্চ করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, এমআই ১০ আল্ট্রা ফোনটি Xiaomi J1S(M2007J1SC) মডেল নম্বর সহ ২০২০ সালে আত্মপ্রকাশ করেছিল।

অন্যদিকে, সম্প্রতি এক টিপস্টার দাবি করেছেন যে, Xiaomi 12 Ultra ফোনটি কোয়ালকম এসএম৮৪৭৫ (Qualcomm SM8475) দ্বারা চালিত হবে। এটি অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস চিপসেট হবে বলেই মনে করা হচ্ছে। এই প্রসেসরটি SM8450 মডেল নম্বর যুক্ত কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১- এর আপগ্রেডেড সংস্করণ হবে বলে মনে করা হচ্ছে৷

উল্লেখ্য, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যেই Xiaomi 12 Ultra মডেলটি লঞ্চ করা হবে। পূর্বের রিপোর্ট থেকে প্রকাশ্যে এসেছে যে, ফোনটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে। এছাড়া, এতে একটি ৪,৮৬০ এমএএইচ ব্যাটারি, ৫এক্স পেরিস্কোপ আকৃতির লেন্স এবং একটি সেকেন্ডারি ডিসপ্লে অন্তর্ভুক্ত থাকতে পারে। Xiaomi 12 Ultra-এর রিয়ার প্যানেলের ডিজাইনটিও কিছুদিন আগে সামনে এসেছে।