Xiaomi 12 Ultra ফোনের প্রথম 3D রেন্ডার ফাঁস, ডিজাইনে থাকছে বিরাট পরিবর্তন

Xiaomi 12 সিরিজের ফোনগুলি ডিসেম্বরের শেষে চীনা বাজারে পা রাখবে- এমনটাই শোনা যাচ্ছে। এই ফ্ল্যাগশিপ সিরিজটি নিয়ে প্রযুক্তিমহলে জল্পনার শেষ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন রিপোর্টে Xiaomi 12 সিরিজের স্মার্টফোনগুলি সম্পর্কে নানান তথ্য উঠে আসছে। প্রথমে শোনা যাচ্ছিল এই সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন বাজারে আসতে পারে। এগুলি হল- Xiaomi 12, Xiaomi 12X ও Xiaomi 12 Pro। কিন্তু পরে আরেকটি নতুন রিপোর্টে দাবি করা হয়, এই তিনটি মডেলের সঙ্গে আসবে আরও একটি মডেল – Xiaomi 12 Ultra। অনুমান করা হচ্ছে,এটি Mi 11 Ultra ফোনটির উত্তরসূরি ও Xiaomi 12 সিরিজের সবথেকে প্রিমিয়াম মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে। এবার এই ফোনের একটি থ্রিডি (3D) কনসেপ্ট রেন্ডার প্রকাশ্যে আনলেন এক টিপস্টার। রেন্ডারটিতে Xiaomi 12 Ultra ফোনটির সম্পূর্ণ নতুন ধরনের ক্যামেরা সিস্টেম নজর কেড়েছে। এর পাশাপাশি এই ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ২০ মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Xiaomi 12 Ultra- এর থ্রিডি(3D) কনসেপ্ট রেন্ডার ফাঁস

লেটসগোডিজিট্যালের সহযোগিতায় টিপস্টার পারভেজ খান, শাওমি ১২ আল্ট্রা ফোনটির থ্রিডি রেন্ডারটি শেয়ার করেছেন। যা দেখে বলা চলে, নতুন শাওমি ১২ আল্ট্রা ফোনটিতে থাকতে পারে বৃত্তাকার ক্যামেরা মডিউল। টিপস্টার দাবি করেছেন, এই স্মার্টফোনটিতে কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিট দেখা যাবে। এই তথ্যটি যদি সঠিক হয় তাহলে এমআই ১১ আল্ট্রা – এর উত্তরসূরিতে ক্যামেরার ক্ষেত্রে দেখা যাবে আপগ্রেডেশন। কারণ এমআই ১১ আল্ট্রা-এ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এদিকে শাওমি ১২ আল্ট্রা ফোনের নতুন ক্যামেরা মডিউলে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ম্যাক্রো সেন্সর এবং একটি পেরিস্কোপিক টেলিফটো জুম ক্যামেরা। আশা করা হচ্ছে ক্যামেরা সেন্সরগুলিতে ৫× অপটিক্যাল জুম, ১০× হাইব্রিড জুম এবং ১২০ গুণ ডিজিটাল জুম সাপোর্ট করবে।

কনসেপ্ট রেন্ডার অনুযায়ী, Xiaomi 12 Ultra ফোনটির প্রধান দুটি ক্যামেরা সেন্সর বৃত্তাকার মডিউলের মাঝখানে, একটি ক্যামেরা বাঁদিকে ও অন্যটি বৃত্তের একদম ওপরে থাকতে পারে। একটি ট্রিপল এলইডি ফ্ল্যাশও দেখা যেতে পারে বৃত্তের নিচে।

প্রসঙ্গত, শাওমি ১২ আল্ট্রা স্মার্টফোনটিতে ৬.৮ ইঞ্চির কিউএইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেখা যেতে পারে। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনে দেওয়া হতে পারে ইন-বিল্ট আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টুডি( 2D) ফেস আনলক, স্টিরিও স্পিকার। ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৮ সার্টিফিকেশন সহ আসতে পারে Xiaomi 12 Ultra। মনে করা হচ্ছে এই ফোনে ব্যবহার করা হতে পারে লেটেস্ট পরবর্তী প্রজন্মের (৫জি) প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১। পাওয়ায় ব্যাকআপের জন্য Xiaomi 12 Ultra- এ দেওয়া হতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

এমাসের শুরুতে শাওমির তরফে টুইট করে ঘোষনা করা হয়েছিল Xiaomi 12 সিরিজে ব্যবহার করা হবে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরটি। তবে এটি ছাড়া এই সিরিজটির সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি সংস্থা। তাই সামনে আসা তথ্যগুলির সত্যতা কতটা তা সময়ই বলবে।