Xiaomi 12, Xiaomi 12 Pro ফোনের জন্য এল Android 13 বিটা ভিত্তিক MIUI 13 আপডেট, কীভাবে ডাউনলোড করবেন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল অর্থাৎ ১৬ই আগস্ট Android 13 রোলআউট করেছিল Google। আর বরাবরের মতো এবারও এই লেটেস্ট ওএস এর স্টেবল সংস্করণকে সর্বপ্রথমে টেক জায়ান্টটির নিজস্ব Pixel স্মার্টফোনের জন্য উপলব্ধ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য স্মার্টফোন নির্মাতা সংস্থার হ্যান্ডসেটগুলিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই নয়া ওএস আপডেট পৌঁছতে শুরু করবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে তার আগে, শাওমি তাদের Xiaomi 12 এবং Xiaomi 12 Pro স্মার্টফোনের গ্লোবাল এডিশনের জন্য Android 13 এর বিটা সংস্করণ রিলিজ করল।

শাওমি সংস্থার ওএস আপডেট জনিত খবর প্রদানকারী টুইটার হ্যান্ডেলের (@miuirom) মাধ্যমে সম্প্রতি একটি পোস্ট শেয়ার করা হয়। যেখানে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) বিটা সংস্করণকে, শাওমি ১২ (Xiaomi 12) এবং ১২ প্রো (12 Pro) মডেলের প্রথম ২০০ জন ব্যবহারকারীদের কাছে রোল আউট করা হবে বলে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে, এই নয়া অ্যান্ড্রয়েড ভার্সনটি একটি ওভার-দ্য-এয়ার বা OTA আপডেট। অর্থাৎ, এর নোটিফিকেশন স্বয়ংক্রিয় ভাবেই ইউজারদের ফোনে চলে আসবে। তবে কোনো কারণবশত যদি ব্যবহারকারীরা এই লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেটের নোটিফিকেশন না পান, তাহলে তারা ম্যানুয়ালিও তা চেক করতে পারবেন। OTA আপডেটের বিশদ বিবরণ পেতে, ব্যবহারকারীদের একটি বিশেষ টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করতে হবে। কেননা ভারতে শাওমি এমআই (Xiaomi Mi) কমিউনিটি অ্যাক্সেসযোগ্য নয়।

আর এই ওএস আপডেটটি ইনস্টল করার জন্য, শাওমি ১২ এবং ১২ প্রো মডেল দুটিকে এমআইইউআই গ্লোবাল স্টেবল রম -এ চলতে হবে। একইসাথে, ব্যবহারকারীদের এমআই (Mi) কমিউনিটির সদস্য হতে হবে এবং তাদের একটি এমআই (Mi) অ্যাকাউন্ট থাকা আবশ্যক।

জানা যাচ্ছে যে, Xiaomi 12 ব্যবহারকারীদের জন্য MIUI 13.0.4.0 TLMIXM সংস্করণটি উপলব্ধ করা হয়েছে এবং MIUI 13.0.4.0 TLBMIXM ভার্সনকে ‘প্রো’ মডেলের ব্যবহারকারীদের জন্য রোল আউট করা হচ্ছে। এই ওএস আপডেটের সাইজ প্রায় ৪.২৩ জিবি এবং এতে আগস্ট সিকিউরিটি আপডেটও অন্তর্ভুক্ত থাকবে।

প্রসঙ্গত, Xiaomi 12 সিরিজের হ্যান্ডসেট দুটিতে Android 13 বিটা ইনস্টল করার আগে যাবতীয় ডেটার ব্যাকআপ নিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। একই সাথে আরেকটি সতর্কবাণীও শোনা গেছে শাওমির বিবৃতিতে। যেখানে, Xiaomi 12, 12 Pro ইউনিটে Android 13 বিটা ইনস্টল করা হলে তা বাগ ইস্যুর সম্মুখীন হতে পারে বলে আগাম জানিয়ে দেওয়া হয়েছে আগ্রহীদের। কেননা এটি হল নয়া ওএস -এর একটি বিটা ভার্সন, স্টেবল রিলিজ নয়। তাই এই ওএস আপডেট ইনস্টল করার পরে ডিভাইসটি যদি চালু না হয়, তবে ব্যবহারকারীদের কোনো নিকটবর্তী অনুমোদিত শাওমি সার্ভিস সেন্টারে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শাওমি, Android 13 ভিত্তিক MIUI 13 বিটা সংস্করণ থেকে সমস্ত সমস্যা নির্মূল করে দিলেই, এর একটি স্থিতিশীল সংস্করণ রোল আউট করবে বলে জানিয়েছে। যদিও এই পুরো কাজ সম্পন্ন হওয়ার পর, স্টেবল ভার্সন রোলআউট করতে কতদিন সময় লাগবে তার কোনো নির্দিষ্ট টাইমলাইন এখনো প্রকাশ করেনি সংস্থাটি।