চতুর্থ কোয়ার্টারেও রেকর্ড সাফল্য Reliance Jio-র, মাসে ২০ জিবি ডেটা ব্যবহার করছে গ্রাহকরা

সদ্য প্রকাশিত হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (RIL) বাৎসরিক পারফরম্যান্স রিপোর্ট। ফলত এই রিপোর্টেই উঠে এসেছে RIL গোষ্ঠীর অধীনস্থ সংস্থা Reliance Jio -র সাফল্য-ব্যর্থতার সাম্প্রতিক (২০২১-‘২২ অর্থবর্ষ) পরিসংখ্যান। রিপোর্ট থেকে জানা গিয়েছে ২০২১-২২ অর্থবর্ষের চতুর্থ বা শেষ কোয়ার্টারের প্রতি মাসে Jio গ্রাহকেরা গড়ে প্রায় ২০ জিবি (Gb) ডেটা খরচ করেছেন। পাশাপাশি আলোচ্য অর্থবর্ষে (সমগ্র বছরে) Jio -র নেটওয়ার্ক ৯,১০০ কোটি জিবি (৯১ বিলিয়ন) ডেটা ট্রাফিক বহন করেছে বলে রিপোর্টে উল্লেখ। এই পরিসংখ্যান ঠিক হলে Jio নেটওয়ার্ক কর্তৃক ডেটা ট্রাফিক বহনে বার্ষিক ৪৬ শতাংশ বৃদ্ধি ঘটেছে বলতে হয়।

গ্রাহকসংখ্যায় স্ফীতি – ২০২১-২২ অর্থবর্ষে Jio -র পরিষেবাতলে শামিল হয়েছেন ১৩০ মিলিয়ন নতুন গ্রাহক!

আরআইএল (RIL) -এর বাৎসরিক রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে বিগত জুন (২০২২) মাসের শেষে জিওর মোট ইউজার সংখ্যা ৪১৯.৯ মিলিয়ন (৪১৯৯ লক্ষ) স্পর্শ করেছে। এক্ষেত্রে পূর্ববর্তী মার্চ (২০২১-২২) কোয়ার্টারের (৪১০.২ মিলিয়ন) নিরিখে ইউজারের সংখ্যা বেড়েছে প্রায় ৯৭ লক্ষ, যা সত্যিই অভূতপূর্ব! একইসাথে সারাবছরের হিসেবে আলোচ্য ২০২১-২২ অর্থবর্ষে নতুন ১৩০ মিলিয়ন গ্রাহক জিও’র পরিষেবাতলে শামিল হয়েছেন বলে উঠে এসেছে।

উল্লেখ্য, এই মুহূর্তে জিও’র অধীনে পৃথিবীর সবচেয়ে বড় একদেশ-ভিত্তিক সাবস্ক্রাইবার বেস রয়েছে, যার কথা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। চীনকে বাদ দিলে, বিশ্বে সর্বাপেক্ষা বেশি পরিমাণ ডেটা ট্রাফিক বহনের কৃতিত্ব জিও’র ঝুলিতে রয়েছে। আমাদের ধারণা, ভবিষ্যতে এই পরিমাণ আরও অনেকখানি বৃদ্ধি পাবে।

5G রোলআউটের প্রসঙ্গে আরআইএলের আলোচ্য রিপোর্টে উল্লেখ হয়েছে যে, শীঘ্রই Jio দেশের ১,০০০টি শহরে 5G কভারেজ প্রদানের ব্যবস্থা করবে। সেক্ষেত্রে আগামী ১৫ই আগস্ট, স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে এই টেলকো 5G রোলআউট করতে পারে বলে মনে করা হচ্ছে।

পরিশেষে জানিয়ে রাখি, আরআইএলের সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে রিলায়েন্স জিও, ইউজার সংখ্যার নিরিখে এদেশের সর্ববৃহৎ FTTH বা ফাইবার টু দ্য হোম পরিষেবা সরবরাহকারী। লঞ্চের মাত্র দুই বছরের মধ্যে জিওফাইবার (JioFiber) -এর এহেন অগ্রগমন ঈর্ষণীয়, যা রিপোর্টেও ধরা পড়েছে।