২০০ মেগাপিক্সেল ক্যামেরার Xiaomi 12T Pro শীঘ্রই বাজারে আসছে, উপস্থিত হল Google Play Console -এ

Xiaomi বর্তমানে বিশ্ববাজারে তাদের আপকামিং Xiaomi 12T সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ এই 12T সিরিজটি Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8+ Gen 1 চিপসেট দ্বারা চালিত হবে বলেও জানা গেছে। Xiaomi 12T লাইনআপের হ্যান্ডসেটগুলি সম্পর্কে ইতিমধ্যেই একাধিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। আবার এই ডিভাইসগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC), থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) এবং এসআইআরআইএম (SIRIM)-এর মতো গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইটগুলি থেকে অনুমোদনও লাভ করেছে৷ আর এখন, Xiaomi 12T Pro-কে গুগল প্লে কনসোল (Google Play Console)-এর ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে, যা এর মূল স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে।

Xiaomi 12T Pro-কে দেখা গেল Google Play Console তালিকায়

শাওমি ১২টি প্রো চীনে লঞ্চ হওয়া রেডমি কে৫০ আল্ট্রার রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আসবে বলে জানা গেছে। গুগল প্লে কনসোলের তালিকাটি প্রকাশ করেছে যে, এই ডিভাইসটিতে ৪৮০ পিপিআই পিক্সেল ঘনত্ব এবং ১,২২০ x ২,৭১২ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। এছাড়াও তালিকাটি নিশ্চিত করে যে, এই ডিভাইসটি ২ গিগাহার্টজ থেকে ৩.২ গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিডে রান করা কোর সহ একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে এবং এই চিপসেটের সাথে গ্রাফিক্সের জন্য কোয়ালকম অ্যাড্রেনো ৭৩০ (Qualcomm Adreno 730) জিপিইউ-টি যুক্ত থাকবে। তালিকায় উল্লেখিত এই তথ্যগুলি নির্দেশ করে যে, এটি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট হবে। শাওমি ১২টি প্রো-এ ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে এবং হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম ইউজার ইন্টারফেসে রান করবে।

প্রসঙ্গত, ফোনটি বাস্তবে রেডমি কে৫০ আল্ট্রার রিব্যাজড সংস্করণ হবে বলে অনুমান করা হচ্ছে। আর তা সত্যি হলে এতে ১.৫কে রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷ এই ডিসপ্লেতে ডলবি ভিশন সাপোর্ট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফ্রন্ট ক্যামেরার একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে।

ফটোগ্রাফির জন্য, 12T Pro-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে, ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এইচপি১ প্রাইমারি সেন্সর উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। যদিও, Redmi K50 Ultra-এ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়ার কথা। এছাড়া এই ক্যামেরা সেটআপে সহায়ক লেন্স হিসেবে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে, ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 12T Pro ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।