Xiaomi 12X এবার ভারতে আসছে, ফাঁস হল দাম সহ কালার ও স্টোরেজ অপশন

মাত্র দুদিন আগেই চীনা স্মার্টফোন জায়ান্ট Xiaomi (শাওমি) নিজের ঘরোয়া বাজারে নতুন Xiaomi 12 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে। এক্ষেত্রে নতুন লাইনআপে Xiaomi 12, Xiaomi 12 Pro এবং তুলনামূলক সস্তা মডেল Xiaomi 12X-এর আত্মপ্রকাশ ঘটেছে। যদিও ফোনগুলি ভারতে আসবে কি না তা লঞ্চ ইভেন্টে জানায়নি Xiaomi। তবে এখন 91mobiles-এর সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, Xiaomi 12X (শাওমি ১২এক্স) মডেলটি ভারতে লঞ্চ হতে চলেছে। তাছাড়া এই ফোনের ভারতীয় মডেলের কালার এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কিত তথ্যও সামনে এসেছে।

Xiaomi 12X-এর কালার এবং স্টোরেজ অপশন

91mobiles-এর রিপোর্ট অনুযায়ী, শাওমি শীঘ্রই ভারতে তার সাশ্রয়ী শাওমি ১২এক্স ফোনটি লঞ্চ করবে। ক্রেতারা এই হ্যান্ডসেটটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মধ্যে বেছে নিতে পারবেন। আবার ফোনটি ভারতে বেগুনি, নীল এবং ধূসর রঙের বিকল্পসহ আসবে। শাওমি ১২এক্স ফোনটির দাম ৪০,০০০ টাকার কাছাকাছি থাকবে বলে আশা করা যায়।

Xiaomi 12X-এর স্পেসিফিকেশন, ফিচার

শাওমি ১২এক্স ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.২৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২,৪০০×১,০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে, যা HDR10+ সার্টিফিকেশন এবং ১,১০০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে। এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। সফ্টওয়্যার হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক MIUI 13 ওএস উপলব্ধ। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি পেয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য Xiaomi 12X ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স৷ আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।