Xiaomi 12X, Redmi 10 2022 গ্লোবাল মার্কেটে শীঘ্রই পা রাখছে, পেল EU conformity-র সার্টিফিকেশন

গত ডিসেম্বরের শেষে চীনা সংস্থা শাওমি দেশীয় বাজারে দুর্দান্ত সব ফিচার সহ লঞ্চ করে তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi 12। চীনের বাজারে আত্মপ্রকাশ করে এই সিরিজে অন্তর্ভুক্ত Xiaomi 12, Xiaomi 12X ও Xiaomi 12 Pro – এই তিনটি ফ্ল্যাগশিপ ডিভাইস। স্বাভাবিকভাবেই লঞ্চের সাথে সাথেই বিপুল জনপ্রিয়তা লাভ করে এই স্মার্টফোন সিরিজটি। তারপর থেকেই জল্পনা শুরু হয় খুব শীঘ্রই বিশ্ববাজারেও পা রাখবে এই লাইনআপের মডেলগুলি। সেইমত গত কয়েকদিন ধরেই একাধিক সার্টিফিকেশন সাইটে দেখতে পাওয়া গেছে Xiaomi 12 সিরিজের গ্লোবাল ভ্যারিয়েন্টগুলিকে। আর এখন একটি নতুন রিপোর্ট থেকে জানা যাচ্ছে Xiaomi 12X ফোনটি ইইউ কনফর্মিটি সার্টিফিকেশন (EU conformity certification) লাভ করেছে। এর থেকে আশা করা যায় ফোনটি তাড়াতাড়ি গ্লোবাল মার্কেটের ক্রেতাদের জন্য উপলব্ধ হবে।

Xiaomi 12X লাভ করল EU conformity certification

মাইস্মার্টপ্রাইসের (MySmartPrice) রিপোর্ট অনুযায়ী, 2112123AG মডেল নম্বর সহ শাওমি ১২এক্স ফোনের গ্লোবাল মডেলটি ইইউ কনফর্মিটি সার্টিফিকেশন লাভ করেছে। লিস্টিং থেকে জানা গেছে যে, স্মার্টফোনটি রান করবে শাওমির লেটেস্ট এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে। যদিও তালিকায় উল্লেখ করা নেই, তবু আশা করা যায় ডিভাইসে এমআইইউআই কাস্টম স্কিনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হবে। শাওমি ১২এক্স মডেলে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এছাড়া লিস্টিং নির্দেশ করছে, হ্যান্ডসেটটি একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, ইয়ারফোন এবং ইউএসবি কেবল সহ আসবে।

প্রসঙ্গত, চীনে লঞ্চ হওয়া Xiaomi 12X ফোনে রয়েছে ৬.২৮ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটি অফার করে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ এবং সর্বোচ্চ ১১০০ নিটস ব্রাইটনেস ৷ এই মডেলটির ব্যাক প্যানেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে উপস্থিত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেলের টেলি-ম্যাক্রো ক্যামেরা। এছাড়া ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

Xiaomi 12X ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত। স্মার্টফোনটি ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে চীনের বাজারে উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 12X ফোনে দেওয়া হয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। চীনে, ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে চলে এবং এটিতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ হারমান কার্ডন স্পিকার সিস্টেম রয়েছে।

উল্লেখ্য, Xiaomi 12X- এর পাশাপাশি 21121119SG মডেল নম্বর সহ Redmi 10 2022 ফোনটিও ইইউ কনফর্মিটি সার্টিফিকেশন লাভ করেছে। লিস্টিং থেকে জানা গেছে, এই স্মার্টফোনে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৯০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ভিত্তিক এমআইইউআই ১২.৫ (MIUI 12.5) কাস্টম স্কিনে রান করে।