Xiaomi 14T Pro: আগস্টেই আসতে পারে শাওমির দুর্ধর্ষ ফোন, থাকবে 120W চার্জিং

শাওমি বর্তমানে তাদের নম্বর সিরিজের অধীনে ‘টি’ ব্র্যান্ডিংয়ের সাথে নতুন ডিভাইস লঞ্চ করার পরিকল্পনা করছে। গত সপ্তাহে শাওমি ১৪টি ফোনটি থাইল্যান্ডের এনবিটিসি কর্তৃপক্ষের কাছ থেকে…

শাওমি বর্তমানে তাদের নম্বর সিরিজের অধীনে ‘টি’ ব্র্যান্ডিংয়ের সাথে নতুন ডিভাইস লঞ্চ করার পরিকল্পনা করছে। গত সপ্তাহে শাওমি ১৪টি ফোনটি থাইল্যান্ডের এনবিটিসি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন লাভ করেছে। আর এখন একই সার্টিফিকেশন প্ল্যাটফর্মে এর উচ্চতর সংস্করণ, শাওমি ১৪টি প্রো ফোনটিকে দেখা গেছে, যা ইঙ্গিত করে যে শাওমি ১৪টি সিরিজটি থাইল্যান্ডে শীঘ্রই লঞ্চ হবে।

শাওমি ১৪টি প্রো পেল এনবিটিসি সার্টিফিকেশন সাইটের অনুমোদন

শাওমি ১৪টি প্রো ২৪০৭এফপিএন৮ইজি মডেল নম্বর সহ থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। যদিও লিস্টিংটি ডিভাইসটির সম্পর্কে কোনও বিশদ বিবরণ প্রকাশ করেনি, তবে এটা দৃঢ়ভাবে ইঙ্গিত করে যে শাওমি ১৪টি প্রো ফোনের লঞ্চ আসন্ন হতে পারে।

জানিয়ে রাখি, শাওমি ১৩টি গত বছরের জুলাইয়ের শেষের দিকে এনবিটিসি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়, তারপরে আগস্টের শুরুতে ১৩টি প্রো মডেলটি সার্টিফিকেশন লাভ করে। উভয় ডিভাইসই আগামী সেপ্টেম্বরের শেষের দিকে বিশ্ব বাজারে লঞ্চ করা হয়েছিল। শাওমি ১৪টি এবং শাওমি ১৪টি প্রো মডেলগুলি তাদের পূর্বসূরীদের তুলনায় এনবিটিসি সার্টিফিকেশন এক মাস আগে পাওয়ায় মনে করা হচ্ছে যে, শাওমি ১৪টি সিরিজটি সম্ভবত অগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে।

শাওমি ১৪টি প্রো ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

শাওমি ১৪টি প্রো ফোনটিকে এমাসের শেষে চীনে লঞ্চ হতে চলা রেডমি কে৭০ আল্ট্রার একটি সামান্য পরিবর্তিত সংস্করণ বলে মনে করা হয়। অনুমান করা হচ্ছে যে শাওমি ১৪টি প্রো রেডমি কে৭০ আল্ট্রার থেকে ভাল ক্যামেরা অফার করবে। ক্যামেরা এফভি-৫ বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম থেকে জানা গেছে যায় যে, আসন্ন শাওমি ফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।

এছাড়াও শোনা যাচ্ছে যে, শাওমি ১৪টি প্রো ফোনে ওলেড প্যানেল থাকবে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। পূর্বসূরির মতো, শাওমি ১৪টি প্রো হ্যান্ডসেটটি সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করতে পারে। এছাড়াও, এতে একটি ধাতব ফ্রেম এবং একটি আইপি৬৮ রেটেড চ্যাসিস থাকবে বলে আশা করা হচ্ছে।