Xiaomi Buds 3 ওয়্যারলেস ইয়ারফোন HiFi সাউন্ড ও ANC ফিচার সহ লঞ্চ হল, দাম জেনে নিন

Xiaomi Buds 3 আজ একটি বিশেষ ইভেন্টে লঞ্চ হল। এই ইভেন্টকে বিশেষ বলছি কারণ, এখানে Xiaomi 12 স্মার্টফোন সিরিজ, MIUI 13 কাস্টম রম ও Xiaomi Watch S1 স্মার্টওয়াচের উপর থেকেও পর্দা সরানো হয়েছে। Xiaomi Buds 3 ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডে আছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন (ANC) ফিচার ও ডুয়েল ম্যাগনেটিক ডায়নামিক ড্রাইভার। আবার এটি ৩২ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম অফার করবে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে এই ইয়ারবাডের প্রো ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল।

শাওমি বাডস ৩ দাম (Xiaomi Buds 3 Price)

শাওমি বাডস ৩ ইয়ারবাডের দাম রাখা হয়েছে ৪৯৯ ইউয়ান (প্রায় ৫,৮৫০ টাকা)। তবে এটি শুরুতে ৫০ ইউয়ান কমে পাওয়া যাবে। এটি ৩১ ডিসেম্বর থেকে পাওয়া যাবে। নতুন এই ইয়ারবাডের সাথে শাওমি বাডস ৩ প্রো এর ব্লু কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যার দাম ধার্য করা হয়েছে ৬৪৯ ইউয়ান (প্রায় ৭,৬০০ টাকা)।

শাওমি বাডস ৩ স্পেসিফিকেশন, ফিচার (Xiaomi Buds 3 Specifications, Features)

প্রো ভ্যারিয়েন্টের মতো শাওমি বাডস ৩ ইয়ারবাড ৪০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন অফার করবে। আবার এতে হাইফাই অডিও সাপোর্ট রয়েছে। এছাড়া নতুন এই ইয়ারবাডে পাওয়া যাবে প্রেসার সেন্সিটিভ টাচ কন্ট্রোল ফিচার এবং এটি দুটি ডিভাইসের সাথে একসঙ্গে কানেক্ট হতে পারে।

Xiaomi Buds 3 ডুয়েল ম্যাগনেটিক ডায়নামিক ড্রাইভার সহ এসেছে, যা হাইফাই অডিও সরবরাহ করবে। আবার নয়েজ ক্যান্সলেশনের জন্য নতুন এই ওয়্যারলেস ইয়ারফোনে তিনটি এএনসি মোড উপস্থিত। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, ইয়ারবাডটি চার্জিং কেস সহ ৩২ ঘন্টা ব্যাকআপ দেবে। আবার বাডগুলি ফুল চার্জে চলবে ৭ ঘন্টা। প্রত্যেকটি বাডের ওজন ৪.৬ গ্রাম।