বাজারে এল Xiaomi Capsule Earphones, Xiaomi Capsule Earphones Pro ইয়ারফোন, দাম কত

Xiaomi আজ চীনে নতুন দুটি ওয়্যার্ড ইয়ারফোন লঞ্চ করেছে। যাদের নাম Xiaomi Capsule Earphones এবং Xiaomi Capsule Earphones Pro। ক্যাপসুল লুকের সাথে আসা উভয় ইয়ারফোন ফিচারের দিক থেকে একে অপরের থেকে আলাদা। শাওমি ক্যাপসুল ইয়ারফোনে সিঙ্গল ড্রাইভার ব্যবহৃত হলেও প্রো মডেলে রয়েছে ডুয়াল ড্রাইভার। চলুন দেখে নেওয়া যাক নতুন Xiaomi Capsule Earphones এবং Xiaomi Capsule Earphones Pro ইয়ারফোন দুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Xiaomi Capsule Earphones এবং Xiaomi Capsule Earphones Pro ইয়ারফোনের দাম ও লভ্যতা

শাওমি ক্যাপসুল ইয়ারফোন এবং শাওমি ক্যাপসুল ইয়ারফোন প্রো অডিও ডিভাইসদুটির দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৯৯ ইউয়ান (১,১৭০ টাকা ) এবং ১২৯ ইউয়ান (১,৫২৪ টাকা)। তবে কবে থেকে এই দুটি ইয়ারফোন চীন সহ আন্তর্জাতিক বাজারে কেনার জন্য উপলব্ধ হবে তা এখনো জানা যায়নি।

Xiaomi Capsule Earphones এবং Xiaomi Capsule Earphones Pro ইয়ারফোনের স্পেসিফিকেশন

নাম থেকেই বোঝা যাচ্ছে নবাগত শাওমি ক্যাপসুল সিরিজের উভয় ইয়ারফোনই ক্যাপসুল লাইক ডিজাইনের সাথে এসেছে এবং দুটি ইয়ারফোনে দেওয়া হয়েছে তিনটি ভিন্ন মাপের স্কিন ফ্রেন্ডলি সিলিকনের ইয়ারটিপ। তবে ভ্যানিলা ভার্সনে ব্যবহৃত হয়েছে সিঙ্গেল ড্রাইভার এবং প্রো মডেলে দেওয়া হয়েছে ডুয়েল ড্রাইভার। কিন্তু উভয় ইয়ারফোনে ১.২৫ মিটার ওয়্যার ব্যবহৃত হলের প্রো ভ্যারিয়েন্টের কেবলটি বিনুনির মত পেঁচানো।

অন্যদিকে প্রো ভার্সনে রয়েছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক এবং তিনটি ইনলাইন রিমোট কন্ট্রোল বাটন। তবে ভ্যানিলা মডেলে রেগুলার ৩.৫ এমএম হেডফোন জ্যাক এবং একটি ইনলাইন রিমোট কন্ট্রোল বাটন উপলব্ধ।