Xiaomi CIVI 2 শীঘ্রই দুর্দান্ত ক্যামেরা ও Snapdragon 7 Gen 1 প্রসেসর সহ লঞ্চ হচ্ছে

Xiaomi গত এপ্রিল মাসে চীনে CIVI 1S নামের একটি নয়া স্মার্টফোন ঘোষণা করেছিল। এটি ২০২১ সালের সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করা Xiaomi CIVI মডেলের আপডেটেড সংস্করণ হিসেবে এসেছিল। এখন আবার এক টিপস্টার দাবি করেছেন যে, সংস্থাটি আলোচ্য ফোন দুটির উত্তরসূরি, Xiaomi CIVI 2 হ্যান্ডসেটের উপর কাজ করছে। পাশাপাশি টিপস্টার আসন্ন স্মার্টফোনটির ডিজাইন সহ কয়েকটি কী-ফিচার শেয়ার করেছেন। জানা গেছে, আসন্ন ফোনটি সম্ভবত FHD+ ডিসপ্লে প্যানেল, আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কোয়ালকমের লেটেস্ট প্রসেসর এবং র‌্যাপিড চার্জিং টেকনোলজির সমর্থন সহ আসবে।

ফাঁস হল Xiaomi CIVI 2 স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ডিজাইন

লিকস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, শাওমির আপকামিং শাওমি সিভি ২ স্মার্টফোনটিতে আল্ট্রা-থিন বেজেল সহ একটি কার্ভড এজ স্ক্রিন দেখা যাবে। এই ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন টেকনোলজি সাপোর্ট করবে। আর সিকিউরিটি ফিচার হিসাবে এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।

সাম্প্রতিক লিক থেকে আরো জানা গেছে যে, Xiaomi CIVI 2 স্মার্টফোনে এসএম ৭৪এক্সএক্স (SM 74XX) চিপসেট থাকছে। এক্ষেত্রে, এই প্রসেসরটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৭ জেন ১ (Snapdragon 7 Gen 1) বলেই মনে হচ্ছে। ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি সংক্রান্ত তথ্য এখনো সামনে না আসলেও, এই ফোনে ৬৭ ওয়াট র‌্যাপিড চার্জিং সাপোর্ট করবে।

ডিজিটাল চ্যাট স্টেশন তার রিপোর্টে আরও উল্লেখ করেছে যে, শাওমি তাদের এই আসন্ন মডেলটিকে আপগ্রেডেড ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা সেটআপের সাথে নিয়ে আসতে পারে। যদিও, নির্দিষ্ট ভাবে কোনো ক্যামেরার রেজোলিউশন উল্লেখ করা হয়নি রিপোর্টে। পরিশেষে শাওমি সিভি ২ স্মার্টফোনে ‘লাইটওয়েট’ চ্যাসিস বিদ্যমান থাকবে বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বসূরি Xiaomi CIVI মডেলটিকে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হয়েছিল। যার দরুন, চলতি বছরেও অনুরূপ সময়ে উত্তরসূরিটি আত্মপ্রকাশ করতে পারে বলে আমাদের অনুমান। জানিয়ে রাখি, মূল মডেলটিকে, একটি ‘ফিমেল-ফোকাসড’ এবং ‘এক্সক্লুসিভ’ স্মার্টফোন রূপে শাওমি তাদের ঘরেলু বাজারে লঞ্চ করেছিল। আর Xiaomi Civi 1S ডিভাইসটিও এখনো চীনের বাইরে বেরোতে পারেনি। তাই, সম্ভবত আপকামিং সিভি ২ স্মার্টফোনটিকেও শাওমি, চীনের বাইরে লঞ্চ না করার পরিকল্পনা করছে।

প্রসঙ্গত, বিদ্যমান Xiaomi CIVI 1S এবং CIVI স্মার্টফোন দুটি প্রায় অভিন্ন স্পেসিফিকেশনের সাথে বাজারে এসেছিল। যেমন, উভয় মডেলেই – ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে প্যানেল এবং ৫৫ ওয়াট চার্জিং টেকনোলজি সমর্থিত একটি ৪,৫০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বিদ্যমান। ফটোগ্রাফির জন্য, পূর্বসূরি দ্বয়ে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। আর সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। যদিও, মূল CIVI মডেলে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর, উক্ত মডেলটির আপডেটেড ভার্সন অর্থাৎ CIVI 1S স্মার্টফোনকে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস চিপসেটের সাথে নিয়ে আসা হয়েছিল।