Xiaomi CIVI: মাত্র পাঁচ মিনিটে ২৩০ কোটি টাকার সিভি স্মার্টফোন বিক্রি করল শাওমি

প্রথম সেলেই কিস্তিমাত করল Xiaomi CIVI৷ আত্মপ্রকাশের আগেই হাইপ উঠেছিল চরমে৷ আর প্রত্যাশিত ভাবে তার প্রতিফলন বিক্রিতেও যথাযথ ভাবে পড়ল৷ গতকাল বিভিন্ন অনলাইন-অফলাইন চ্যানেলের মাধ্যমে স্মার্টফোনটির বিক্রি শুরু হয়৷ সেল লাইভ হওয়ার মাত্র পাঁচ মিনিটেই মধ্যেই সেই নয়া ফোনের বিক্রির অঙ্ক ২০০ মিলিয়ন ইউয়ান (ভারতীয় মুদ্রায় ২৩০ কোটি টাকার মতো) ছাড়িয়ে যায়।

Xiaomi CIVI ঠিক কী কারণে জনপ্রিয় হল

শাওমি সিভি-র মেইন হাইলাইট হল ৩২ মেগাপিক্সেল স্যামসাং জিডি১ সেল্ফি ক্যামেরা লেন্স, যা অটোফোকাস, ডুয়েল সফ্ট এলইডি ফ্ল্যাশ, এবং পিক্সেল-লেভেল স্কিন রিনিউয়াল ফিচারের সাথে এসেছে৷ এটি মুখের ব্রণ, বলিরেখা, বা দাগছোপ-সহ যে কোনও ধরনের খুঁত ঢেকে দেবে৷

শাওমিকে অফিসিয়াল লঞ্চের আগে এই ফিচারগুলি টিজ করতে দেখা গিয়েছে, যা এর জনপ্রিয়তায় আলাদা মাত্রা যোগ করেছে৷ তা ছাড়া শাওমি নিজেও স্বীকার করেছে, তরুণ প্রজন্ম বিশেষ করে নারীদের টার্গেট করেই তারা সিভি হ্যান্ডসেট বাজারে ছেড়েছে৷

Xiaomi CIVI অন্যান্য স্পেসিফিকেশন

শাওমি সিভি ফোনে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর-সহ ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুল-এইচডি+ রেজোলিউশন, ১.০৭ বিলিয়ন কালার, ডলবি ভিশন, এবং এইচডিআর ১০+ সাপোর্ট করে। এই ফোনে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে৷ সঙ্গে রয়েছে ৮ জিবি / ১২ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজের বিকল্প৷

Xiaomi CIVI-র প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের। একই সঙ্গে রয়েছে একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷

উল্লেখ্য, Xiaomi CIVI ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে লঞ্চ হবে না বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে সংস্থা। তবে অন্য নামে এটি আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন