Xiaomi Civi আগামী 27 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, মহিলাদের মন জয় করতে থাকবে নজরকাড়া ডিজাইন

আগামী ২৭ সেপ্টেম্বর নতুন স্মার্টফোন সিরিজের সূচনা করতে চলেছে Xiaomi, যার নাম হবে Civi। আজ সংস্থাটির অফিসিয়াল ওয়েইবো প্রোফাইল থেকে এ কথা জানানো হয়েছে। তবে এখনই Xiaomi তাদের আপকামিং Civi হ্যান্ডসেটের স্পেসিফিকেশন বা ফিচারের ব্যাপারে তথ্য প্রকাশ করতে নারাজ।

এদিকে জল্পনা শোনা যাচ্ছে, Xiaomi CC সিরিজের রিপ্লেসমেন্ট হিসেবে নাকি Civi-র আত্মপ্রকাশ ঘটছে। টেকব্লগারদের মতে, মূলত মহিলা ক্রেতাদের লক্ষ্য রেখেই Xiaomi Civi লঞ্চ করা হবে। এতএব, এটি আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে আসবে বলে ধরে নেওয়া যায়। উল্লেখ্য, Xiaomi Civi আসলে সম্প্রতি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করা Xiaomi 11 Lite NE 5G-এর চাইনিজ ভার্সন বলেও দাবি অনেকের।

Xiaomi Civi স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

গত মাসে 2107119DC মডেল নম্বর-সহ এক Xiaomi স্মার্টফোন চীনের TENAA অথরিটির থেকে অনুমোদন পেয়েছিল। বলা হচ্ছে, এটি Xiaomi 11 Lite NE 5G-এর চাইনিজ ভ্যারিয়েন্ট, যার নাম রাখা হবে Xiaomi Civi। TENAA-র লিস্টিং অনুসারে, ৬.৫৫ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট, ৪,২৫০ এমএএইচ ব্যাটারি, ৬ জিবি / ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি /২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে Xiaomi Civi।

এছাড়া এই ফোনে থাকবে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ট্রিপল রিয়ার ক্যামেরা (৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা), সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন