Xiaomi Civi আজ লঞ্চ হচ্ছে, তার আগেই ফাঁস দাম ও স্পেসিফিকেশন

মূলত মহিলা ক্রেতাদের লক্ষ্য করে আজ চাইনিজ মার্কেটে Xiaomi Civi-এর আত্মপ্রকাশ ঘটছে। বিউটিফুল ডিজাইন ও দুর্দান্ত ফিচারের মিশিলে Xiaomi Civi স্মার্টফোন বাজারে সাড়া ফেলবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ইতিমধ্যেই সংস্থার তরফে ডিভাইসটির ব্যাটারি, চিপসেট-সহ নানা ফিচার টিজ করা হয়েছে। তবে এবার আনঅফিসিয়াল সোর্স থেকে Xiaomi Civi-এর পোস্টার ফাঁস হয়ে গেল। আর সেই পোস্টার থেকে হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন থেকে শুরু করে  দাম সম্পর্কিত তথ্যও প্রকাশ্যে এসেছে।

Xiaomi Civi দাম

ফাঁস হওয়া পোস্টার অনুসারে শাওমি সিভি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে। মডেলগুলির দাম যথাক্রমে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,০০০ টাকা), ৩,০৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৪০০ টাকা), এবং ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৩৮,৮০০ টাকা)। এটি ব্ল্যাক, ব্লু, ও পিচ রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।

Xiaomi Civi স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সম্প্রতি বেশ কয়েকটি স্লিম স্মার্টফোন এনে চমক দিয়েছে শাওমি। সেগুলির সঙ্গে সামসঞ্জস্য রেখেই শাওমি সিভি ৬.৯৮ মিমি পাতলা হবে। ওজন মাত্র ১৬৬ গ্রাম। সিভি স্মার্টফোনে কার্ভড এজ ডিসপ্লে, মেটালিক ফ্রেম, এবং পিছনে এজি গ্লাস প্যানেল থাকবে।

শাওমি সিভি-তে ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১.০৭ বিলিয়ন কালার, ডলবি ভিশন, এবং এইচডিআর ১০+ সাপোর্ট করে। স্ক্রিনের পাঞ্চ-হোল কাটআউটে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। এতে পিক্সেল-লেভেল স্কিন রিনিউয়াল টেকনোলজি, অটোফোকাস, এবং ডাবল সফ্ট লাইটের মতো ক্যামেরা ফিচার পাওয়া যাবে।

Xiaomi Civi-র প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের। একই সঙ্গে রয়েছে একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ম্যাক্রো লেন্স। স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের সাথে আসবে এই ফোন। ৮ জিবি / ১২ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজের বিকল্প থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন