Smartphone Heating: ফোনে হাত দিলেই গরম হয়ে যাচ্ছে? এই 3টি বিষয় খেয়াল না করলে বিপদ

স্মার্টফোন যেমন বর্তমানে আমাদের ‘প্রাণপাখি’ হয়ে দাঁড়িয়েছে, তেমনই সবসময় ব্যবহৃত এই যন্ত্রটিতে হিটিং ইস্যু দেখা যাওয়ার বিষয়টিও এখন খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে। প্রচুর দাম দিয়ে পছন্দ করে একটি হ্যান্ডসেট কিনলেও তা ছুঁতে না ছুঁতে গরম হওয়ার সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই; বিশেষ করে চার্জিং, হেভি ইন্টারনেট ইউজ এবং গেমিংয়ের সময় ফোন অত্যন্ত উষ্ণ হয়ে যাচ্ছে। আপাতদৃষ্টিতে এটি বেশ বিরক্তিকর ইস্যু, কিন্তু আপনি যদি বিষয়টিকে ততটাও গুরুত্ব না দেন তাহলে পরবর্তীতে হতে পারে বড় সমস্যা। আসলে বেশি গরম হলে ফোনের ব্যাটারি এবং আরও নানা পারিপার্শ্বিক ক্ষতি হতে পারে, তাই আগেভাগে আপনার সতর্ক হওয়া উচিত। এখানে আমরা তিনটি জিনিসের কথা বলব, যা স্মার্টফোন হিটিংয়ের বিষয়ে আপনাকে মাথায় রাখতেই হবে।

এই কারণে স্মার্টফোন গরম হলে সাবধান!

১. ফোন সরাসরি সূর্যের আলোতে ব্যবহার করবেন না: বেশিরভাগ স্মার্টফোন ব্যবহার করলেই গরম হয়ে যায়। এমতাবস্থায় এটিকে সরাসরি সূর্যের আলোতে রাখা, ব্যবহার করা বা চার্জিংয়ে দেওয়া উচিত নয়। খেয়াল করে দেখবেন সূর্যের সংস্পর্শে এলে স্মার্টফোনের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়। এতে কিন্তু ফোন কাজ করা বন্ধ করে দিতে পারে কিংবা এটি চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে।

২. কভার ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক হন: একটি কভার স্মার্টফোনকে নানা ক্ষতি থেকে রক্ষা করে। কিন্তু ফোন গরম হয়ে গেলে বা চার্জে দিলে কভার খুলে ফেলা ভালো। এতে করে ফোনের তাপমাত্রা বাইরে সহজেই বেরিয়ে যাবে। কভারের কারণে ফোন গরম হয়ে থাকলেও কিন্তু সমস্যা হতে পারে।

৩. খুব গেমিং করবেননা: এই গ্রীষ্মের মরশুমে ফোনে বিশেষ করে বাজেট রেঞ্জের মডেলে ভারী গেম খেলা বিপজ্জনক হতে পারে। এতে ফোন গরম তো হবেই, তাছাড়া এই কারণে হার্ডওয়্যারের আরও ক্ষতি হবে।