অসাধারণ ডিজাইনের Xiaomi Civi এবার আসছে হোয়াইট কালার অপশনে, দাম ও ফিচার দেখে নিন

গত সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল Xiaomi Civi (শাওমি সিভি) স্মার্টফোনটি। আত্মপ্রকাশের পর ফোনটি ক্রেতামহলে ব্যাপক সাড়া পেয়েছে, পাশাপাশি এটিকে ব্র্যান্ডের সবচেয়ে সুন্দর স্মার্টফোনের তকমা দেওয়া হয়েছে। ফোনটির পরিষ্কার ক্যামেরা মডিউল, জমকালো ব্যাক প্যানেল ডিজাইন এবং নজরকাড়া রঙ একে বাকি লাইনআপ থেকে আলাদা করেছে বলে অনেকের মত। এখন শোনা যাচ্ছে, Xiaomi Civi-র সাফল্য ধরে রাখতে , এর নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করা হবে।

Xiaomi Civi পাবে নতুন হোয়াইট কালার ভ্যারিয়েন্ঠ

মাইড্রাইভার্সের রিপোর্ট অনুযায়ী, শাওমি তার সিভি ফোনের একটি নতুন কালার অপশনের ওপর কাজ করছে, যা সাদা রঙে আসবে। উল্লেখ্য, ফোনটি এর আগে হালকা নীল, কালো এবং গোলাপী রঙের ভ্যারিয়েন্ট এসেছিল, যাদের পেছনে মখমলে টেক্সচার্ড গ্লাস প্যানেল বা গ্রেডিয়েন্ট ফিনিশ বিদ্যমান। এক্ষেত্রে প্রাথমিক কালার অপশনগুলি মূলত চীনের তরুণ প্রজন্মের মহিলাদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল, কিন্তু নতুন সাদা মডেল পুরুষ ইউজারদের আকর্ষণ পাবে।

Xiaomi Civi-এর স্পেসিফিকেশন

শাওমি সিভি হ্যান্ডসেটে ৬.৫৫ ইঞ্চি এইচডি+ OLED প্যানেল রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়া ১৬৬ গ্রাম ওজনের এই ফোনে ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ উপস্থিত। সাথে আছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Xiaomi Civi-এর দাম, উপলব্ধতা

শাওমি সিভি ফোনের দাম ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩০,২৯৫ টাকা)। নতুন কালার ভ্যারিয়েন্টও একই দামে পাওয়া যাবে বলে আশা করা যায়।