Xiaomi ফের ভারতসেরা স্মার্টফোন ব্র্যান্ড, প্রথম তিনে কে কে আছে জেনে নিন

ভারতে মোবাইল বিক্রির নিরিখে চীনা ব্র্যান্ড শাওমি (Xiaomi) তার পূর্বের ফলাফল বজায় রাখলো। এক্ষেত্রে গতবারের মতোই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকেও তারা দেশের সবথেকে বেশি স্মার্টফোন সরবরাহকারীর তকমা পেয়েছে। তবে স্যামসাং (Samsung), ভিভো (Vivo), রিয়েলমি (Realme), ওপ্পো (Oppo) সহ অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলির ফলাফল খুব একটা মন্দ নয়। অতিমারির দ্বিতীয় ঢেউকে পাশ কাটিয়ে তারা শাওমি’র তুলনায় কম হলেও বেশ ভালো পরিমাণ মোবাইল বিক্রির নজির গড়েছে।

Xiaomi ভারতের নম্বর ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড

সমীক্ষাকারী সংস্থা কাউন্টারপয়েন্ট (CounterPoint) বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে স্মার্টফোন বিক্রি সংক্রান্ত যে পরিসংখ্যান পেশ করেছে তা গতবছরের তুলনায় চলতি বছরে ৮২ শতাংশ বেশী পণ্য চালানের হিসেব তুলে ধরেছে। এক্ষেত্রে শুধু দ্বিতীয় ত্রৈমাসিকেই স্মার্টফোনের ৩৩ মিলিয়ন ইউনিট সরবরাহের কথা শোনা যাচ্ছে যা প্রত্যাশার তুলনায় অনেকটাই ভালো। সমীক্ষার ফলাফল অনুযায়ী দেশের এক নম্বর স্মার্টফোন বিক্রয়কারী ব্র্যান্ড শাওমি’র সাফল্যের পেছনে Redmi 9 এবং Redmi Note 10 সিরিজের ডিভাইস বিক্রির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া বাৎসরিক হিসেবে পোকো (Poco) ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

পরপর দু’টি প্রান্তিকে Xiaomi-র সাফল্যের চাবিকাঠি

মোবাইল বিক্রেতাদের তালিকায় সবথেকে সেরা ফলাফল ধরে রাখার ক্ষেত্রে কিছু ডিভাইস শাওমিকে দারুণভাবে সাহায্য করেছে। বিক্রির হিসেবে স্মার্টফোনের সেরা পাঁচ মডেলের মধ্যে চারটি ডিভাইস শাওমি’র! ডিভাইসগুলি হলো যথাক্রমে – Redmi 9A, Redmi 9 Power, Redmi Note 10 এবং Redmi 9, যার মধ্যে প্রথম তিনটি মডেল আবার এককভাবে দশ লক্ষ চালানের বিরল কৃতিত্ব অর্জন করেছে!

পরিসংখ্যান অনুযায়ী টানা তিন দফা শাওমি’র সর্বাধিক বিক্রিত স্মার্টফোন হিসেবে Redmi 9A ক্রেতাদের প্রথম পছন্দের সম্মান লাভ করেছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো চলতি সময়ে শাওমি প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোন বিক্রিতে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। এক্ষেত্রে তাদের মোট সরবরাহের প্রায় ৭ শতাংশ এসেছে প্রিমিয়াম বিভাগের স্মার্টফোনগুলির হাত ধরে।

বড় সাফল্য পেলো Poco

শাওমি’র সহায়ক ব্র্যান্ডের তকমা ঝেড়ে ফেলে পোকো সম্প্রতি স্মার্টফোনের বাজারে তাদের ভিত্তিকে দৃঢ় করেছে। ব্র্যান্ডটির Poco M3 ও Poco X3 Pro ডিভাইস দু’টি ব্যাপক বিক্রির মুখ দেখায় গতবছরের তুলনায় সংস্থার বৃদ্ধির হার ৪৮০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এছাড়া Poco C3 মডেলটিও ক্রেতাদের বাহবা কুড়িয়েছে।

অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারকদের কথা বলতে গেলে গতবারের সাপেক্ষে স্যামসাং (Samsung) ও ভিভো’র (Vivo) বাজার শেয়ার সামান্য কমলেও, দুটি সংস্থাই যথেষ্ট পরিমাণ বৃদ্ধির মুখ দেখেছে। বাৎসরিক হিসেবে ভিভো’র বৃদ্ধির পরিমাণ ৬১ শতাংশ। সর্বাধিক পরিমাণে স্মার্টফোন বিক্রি হওয়া ব্র্যান্ডের তালিকায় তাদের স্থান তৃতীয় (স্যামসাংয়ের পরে)। অন্যদিকে গতবছরের হিসেবকে উল্টে দিয়ে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রিয়েলমি (Realme) সংস্থাটি ১৪০ শতাংশ বৃদ্ধির পরিসংখ্যান স্পর্শ করেছে যা আক্ষরিক অর্থেই অসাধারণ! তাছাড়া সামগ্রিকভাবেও সবথেকে দ্রুত ৫০ মিলিয়ন স্মার্টফোন শিপমেন্টের অনন্য নজির তারা গড়ে তুলেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Soumojit Chatterjee

Share
Published by
Soumojit Chatterjee

Recent Posts

তিনবার ভাঁজ হবে ফোন! ট্রিপল ফোল্ড স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে Xiaomi

একাধিক শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার জন্য কাজ করছে। TCL এবং Huawei এর…

24 mins ago

Shikhar Dhawan: আইপিএল থেকেও অবসর নিয়ে এবার এই লিগে খেলবেন ধাওয়ান, টুর্নামেন্ট শুরু হবে সেপ্টেম্বরে

গত শনিবার ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার…

1 hour ago

পুজোর আগে 22,000 টাকা ডিসকাউন্ট এই বৈদ্যুতিক স্কুটারে, এক চার্জে 110 কিমি রেঞ্জ

DION Electric Vehicles ভারতীয় ক্রেতাদের জন্য দু'টি অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল। সংস্থাটির তরফে…

2 hours ago

বাজারে সুপারহিট Bajaj কোম্পানির CNG বাইক, প্রথম মাসে কটা বিক্রি হল জানেন?

Bajaj Auto গত মাসে বিশ্বের প্রথম সিএনজি বাইক লঞ্চ করেছে, যার নাম Freedom 125 ।…

2 hours ago

Realme Note 60: নোট সিরিজে নতুন ফোন লঞ্চ করল রিয়েলমি, অল্প দামে দুর্দান্ত ফিচার্স

Realme Note 60 ফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই ইন্দোনেশিয়ার বাজারে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে, যা এর…

2 hours ago

হেলমেট না পরে গাড়ি চালানোর অপরাধে সাংবাদিককে জরিমানা করল পুলিশ

হেলমেট না পরে গাড়ি চালানোর অপরাধে জরিমানার সম্মুখীন হলেন পেশায় সাংবাদিক এক ব্যক্তি। শুনলে অবাক…

3 hours ago