নীরজ চোপড়া সহ ছয় পদক জয়ীকে Mi 11 Ultra ফোন উপহার দিচ্ছে Xiaomi

বিগত কয়েকমাস ব্যাপী কোভিডের দ্বিতীয় সংক্রমণের কারণে প্রতিদিন একগুচ্ছ ভয়াবহ দুঃসংবাদের সাক্ষী থাকার পর, সেই বিপর্যয় কাটিয়ে উঠে ইদানিংকালে টোকিও অলিম্পিক ২০২০ (Tokyo Olympics 2020)…

বিগত কয়েকমাস ব্যাপী কোভিডের দ্বিতীয় সংক্রমণের কারণে প্রতিদিন একগুচ্ছ ভয়াবহ দুঃসংবাদের সাক্ষী থাকার পর, সেই বিপর্যয় কাটিয়ে উঠে ইদানিংকালে টোকিও অলিম্পিক ২০২০ (Tokyo Olympics 2020) সকল ভারতবাসীর জন্য একের পর এক সুসংবাদ নিয়ে আসছে। এখনও পর্যন্ত চলতি অলিম্পিকে ভারত মোট ৭ টি পদক জিতেছে, যা যে কোনো অলিম্পিকে ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স। তাই যে সকল ক্রীড়াবিদরা ভারতকে এই বিরল গৌরবে গৌরবান্বিত করেছে, তাদের সম্মান জানাতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিল শাওমি ইন্ডিয়া (Xiaomi India)।

Xiaomi অলিম্পিক পদক বিজয়ীদের Mi 11 Ultra উপহার দেবে

শাওমি ঘোষণা করেছে যে, টোকিও অলিম্পিক ২০২০-তে ভারতের ছয় পদক বিজয়ীর (ভারতীয় হকি টিম কে বাদে) প্রত্যেককে তাদের ফ্ল্যাগশিপ ফোন Mi 11 Ultra উপহার দেওয়া হবে। সংস্থার ভারতের সিইও মনু কুমার জৈন (Manu Kumar Jain) বলেছেন, এই উপহারটি ভারতের ১.৩ বিলিয়ন মানুষের স্বপ্নপূরণ এবং সকলের চোখে আনন্দাশ্রু নিয়ে আসার জন্য সকল বিজয়ী ক্রীড়াবিদদের ধন্যবাদ জ্ঞাপনের এক সামান্যতম প্রচেষ্টা।

ভারতের ছয় পদক বিজয়ীর মধ্যে উজ্জ্বলতম নাম অবশ্যই নীরজ চোপড়া। গত ৭ আগস্ট, টোকিও অলিম্পিক ২০২০ ইভেন্টে স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন তিনি। নীরজের হাত ধরে টোকিওয় সোনার খরা কেটেছে ভারতের। একনজরে দেখলে, নীরজ চোপড়া (জ্যাভলিন থ্রো-তে সোনা), মীরাবাই চানু (৪৯ কেজি ভারোত্তোলনে রুপো), রবি কুমার দাহিয়া (পুরুষদের ৫৭ কেজি ফ্রিষ্টাইল রেসলিং-এ রুপো), লোভলিনা বোরহোহিন (মহিলাদের ৬৯ কেজি ওয়েল্টারওয়েট বক্সিং-এ ব্রোঞ্জ), পিভি সিন্ধু (মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে ব্রোঞ্জ), এবং বজরং পুনিয়া (পুরুষদের ৬৫ কেজি রেসলিং-এ ব্রোঞ্জ) হলেন ৬ জন ভারতীয় ক্রীড়াবিদ যারা ভারতের হয়ে এখনও পর্যন্ত চলতি অলিম্পিকে পদক জিতেছেন। Xiaomi এই সকল খেলোয়াড়দের প্রিমিয়াম Mi 11 Ultra উপহার দেবে। সংস্থার শীর্ষ প্রধান আরও জানিয়েছেন যে, ব্রোঞ্জ পদকজয়ী পুরুষ হকি দলের প্রত্যেক খেলোয়াড়কে Mi 11X দেওয়া হবে। এছাড়া, সংশ্লিষ্ট সকল রাজ্য সরকারের পাশাপাশি ভারত সরকারও এই সকল ক্রীড়াবিদদের পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে।

https://twitter.com/manukumarjain/status/1424262854887149568

Mi 11 Ultra ফোনের স্পেসিফিকেশন ও দাম

Mi 11 Ultra ফোনটি হল Xiaomi-র এখনও পর্যন্ত সেরা ফ্ল্যাগশিপ ফোনের একটি‌। এই ফোনটি স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ১২০এক্স জুম সহ ৪৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। ফোনটিতে দুটি ডিসপ্লে রয়েছে। যার মধ্যে সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৭০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৬৭ ইঞ্চি সুপার অ্যামোলেড (Super AMOLED) ডিসপ্লে দেখা যাবে। আবার পিছনে নোটিফিকেশন এবং অন্যান্য কাজের জন্য ১.১ ইঞ্চি ডিসপ্লে আছে। ফোনটিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। এই ফোনের ভারতে দাম রাখা হয়েছে ৬৯,৯৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন