আন্ডার ডিসপ্লে ক্যামেরা সহ Xiaomi J18S চলতি বছরেই বাজারে আসছে

মার্চের শেষান্তে চেকমেট করার ভঙ্গিতে Xiaomi (শাওমি) একটি মোক্ষম চাল দিয়েছিল। আসলে Xiaomi-র প্রথম ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল। অবশেষে মার্চেই সেই প্রতীক্ষার…

মার্চের শেষান্তে চেকমেট করার ভঙ্গিতে Xiaomi (শাওমি) একটি মোক্ষম চাল দিয়েছিল। আসলে Xiaomi-র প্রথম ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল। অবশেষে মার্চেই সেই প্রতীক্ষার অবসান ঘটে। Mi Mix Fold (এমআই মিক্স ফোল্ড) লঞ্চ করার মাধ্যমে Xiaomi (শাওমি) স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে কাজ করার ক্ষেত্রে তারা আর পিছনের সারিতে বসে নেই। আবার Mi Mix Fold-এর উত্তরসূরি হিসেবে J18s (জে১৮এস) কোডনামের এক ফোল্ডিং ডিভাইস নিয়ে Xiaomi-র পরীক্ষা -নিরীক্ষা করার কথা গত মাসে শোনা গিয়েছিল। রহস্যময় এই হ্যান্ডসেটের বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে।

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের সৌজন্যেই Xiaomi J18s ফোল্ডেবল স্মার্টফোন চর্চায় উঠে আসে। ওই টিপস্টারের সূত্র থেকেই লেটেস্ট তথ্যগুলি সামনে এসেছে। চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম Weibo-তে টিপস্টারের পোস্ট অনুযায়ী, Xiaomi J18s এই বছরের চতুর্থ ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করবে।

ইনওয়ার্ড ফোল্ডিং বা ভেতরের দিকে ভাঁজ হবে এমন ডিসপ্লে Xiaomi-র আপকামিং J18s ফোল্ডিং ফোনে থাকবে। ডিভাইসটির ইন্টারনাল ডিসপ্লের পাশাপাশি এক্সটারনাল ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮ সহ আসবে।

ডিজিটাল চ্যাট স্টেশনের আগের পোস্টগুলির প্রসঙ্গে আসলে, সেখানে দাবি করা হয়েছিল যে Xiaomi J18s এর ইন্টারনাল স্ক্রিন Samsung সরবরাহ করবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। আবার Xiaomi J18s ফোনে ৯০ হার্টজ এক্সটার্নাল প্যানেলের জোগান দেবে Visionox৷ এতে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকবে।

ক্যামেরা কনফিগারেশনের কথা বললে, Xiaomi J18s ফোল্ডেবল স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৩x লিকুইড লেন্স সহ অজানা সেন্সর, এবং আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। এক কথায় বললে, কয়েকটি জায়গা ছাড়া শাওমির প্রথম ও দ্বিতীয় ফোল্ডেবল ফোনের মধ্যে তেমন ফারাক দেখা যাবে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন