পুরানো ফোন ফেরালে পাবেন ৭০ শতাংশ অবধি দাম, Xiaomi চালু করলো Mi Smart Upgrade

বিগত কয়েক বছরে এশিয়া মহাদেশসহ বিশ্বের অন্যান্য স্মার্টফোন বাজারে বেশ পোক্ত জায়গা তৈরি করেছে Xiaomi। কম দাম, অধিক ফিচার এবং উন্নত গুণমানের জন্য সংস্থার ডিভাইসগুলি সহজেই সাধারণ মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এমনকি ভারতে ‘বয়কট চায়না’ ধ্বনি অব্যাহত থাকা সত্ত্বেও Xiaomi-র লেটেস্ট ফোনগুলি বিক্রি হয়েছে মুড়ি-মুড়কির মত! এদিকে গ্রাহকদের আকর্ষিত করতে কোনো কসুর রাখছে না সংস্থাটিও। সম্প্রতি এই চীনা টেক জায়ান্ট ব্র্যান্ডটি, তার Redmi এবং Mi সাব-ব্র্যান্ডের অন্তর্গত ডিভাইসগুলির জন্য একটি নতুন বাইব্যাক স্কিম চালু করেছে। ‘Mi Smart Upgrade’ নামের এই বিশেষ বাইব্যাক স্কিমের সাহায্যে ইউজাররা নতুন ফোন কেনার নির্দিষ্ট সময় পর সেটি ফেরত দিলে পেয়ে যাবেন ডিভাইসের ৭০% অবধি দাম। যারা প্রতি বছর পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কেনেন, তাদের জন্য এই স্কিমটি বেশ উপযোগী হতে পারে।

কী সুবিধা ‘Mi Smart Upgrade’ স্কিমের?

এমনিতে শাওমির পুরনো ফোন এক্সচেঞ্জ করার সময় অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কিছুটা বেশি দাম পাওয়া যায়। তবে, এই বিশেষ প্রোগ্রামের আওতায় গ্রাহকরা তাদের নতুন ফোন কেনার কয়েক মাস পর, ব্যবহৃত ফোনটি এক্সচেঞ্জ করে আবার নতুন ফোন নিতে পারবেন এবং পুরনো ডিভাইসটির SRP (সাজেস্টেড রিটেল প্রাইস)-র ওপর ৪০-৭০% বাইব্যাক ভ্যালু পাওয়া যাবে। এক্ষেত্রে ডিভাইসটি আপগ্রেড বা এক্সচেঞ্জ করার জন্য ১৫ মাস পর্যন্ত সময় থাকবে।

‘Mi Smart Upgrade’ স্কিমের মাধ্যমে, নতুন ফোন কেনার ৪-৬ মাসের মধ্যে এক্সচেঞ্জ করলে ইউজাররা ৭০% পর্যন্ত দাম পাবেন। আবার ৭-৯ মাসের মধ্যে পুরনো ফোন ফেরত দিলে পাওয়া যাবে ৬০% বাইব্যাক ভ্যালু। অন্যদিকে, ডিভাইসের বয়েস ১০-১২ মাস বা ১৩-১৫ মাস হলে যথাক্রমে ৫০% এবং ৪০% দাম পাওয়া যাবে।

কোন কোন Xiaomi ফোনে Mi Smart Upgrade স্কিমটি প্রযোজ্য?

প্রথমেই বলে রাখি, এই ‘Mi Smart Upgrade’ প্রোগ্রামটি কেবলমাত্র নির্দিষ্ট ছয়টি Redmi ফোন (Redmi 9 Prime, Redmi 9, Redmi Note 9, Redmi Note 9 Pro, Redmi Note 9 Pro Max এবং Redmi K20 Pro) এবং তিনটি Mi ফোনের (Mi 10, Mi 10T এবং Mi 10T Pro) ওপর উপলব্ধ। তবে এই বাইব্যাক স্কিমের অ্যাক্সেস পেতে আগ্রহী ক্রেতাকে কিছু অতিরিক্ত টাকা ব্যয় করতে হবে। অর্থাৎ ফোন কেনার সময় একটু বেশি টাকা খসালে তবেই মিলবে পুরনো ফোনে বেশি দাম। মনে রাখবেন কেবল Mi Store থেকে ফোন কিনলেই এই সুবিধা পাওয়া যাবে।

Mi Smart Upgrade এর জন্য খরচ

এক্ষেত্রে Redmi 9 Prime ও Redmi 9 ফোনদুটির জন্য ৩৯৯ টাকা লাগবে, Redmi Note 9 ও Redmi Note 9 Pro কেনার ক্ষেত্রে লাগবে যথাক্রমে ৪৯৯ টাকা ও ৫৪৯ টাকা। আবার, Redmi Note 9 Pro Max ফোনটির জন্য বাইব্যাক সুবিধা নিতে খরচ হবে ৫৯৯ টাকা। Redmi K20 Pro-র বাইব্যাক অপশন শুরু ৯৯৯ টাকা থেকে। অন্যদিকে সংস্থার প্রিমিয়াম স্মার্টফোন Mi 10T এবং Mi 10T Pro-র বাইব্যাক অপশন শুরু যথাক্রমে ১,৪৯৯ টাকা এবং ১,৬৯৯ টাকা থেকে। তালিকার সর্বশেষ মডেল অর্থাৎ Mi 10 ফোনের জন্য মি স্মার্ট আপগ্রেড বিকল্প বেছে নিতে ১,৯৯৯ টাকা ব্যয় করতে হবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

2 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago