গেমিং মনিটর কিনবেন বলে ভাবছেন? Redmi G27 ও Redmi G27Q আপনার জন্য বাজারে এল

Redmi G27 মনিটরে ১০৮০ পিক্সেল রেজোলিউশন সমর্থন করে, আর G27Q মডেলটি ১৪৪০ পিক্সেল রেজোলিউশন অফার করে

Xiaomi আজ তাদের হোম-মার্কেটে নতুন গেমিং মনিটর সিরিজ Redmi G27 লঞ্চ করেছে। নবাগত এই লাইনআপের অধীনে আসা দুটি মডেল হল – Xiaomi Redmi G27 এবং Redmi G27Q। এর মধ্যে Redmi G27 মনিটরে ১০৮০ পিক্সেল রেজোলিউশন সমর্থন করে, অন্যদিকে উচ্চতর ভ্যারিয়েন্ট ১৪৪০ পিক্সেল রেজোলিউশন অফার করে। যদিও উভয় ডিভাইসেই ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সহ ২৭-ইঞ্চির ডিসপ্লে পাওয়া যাবে৷ এছাড়া দুটি মডেলেরই কানেক্টিভিটি বিকল্প অনুরূপ থাকছে। যদিও উচ্চতর ভ্যারিয়েন্টটি অতিরিক্তভাবে একটি ইউএসবি টাইপ-সি পোর্টের সাথে এসেছে। চলুন Xiaomi Redmi G27 এবং G27Q গেমিং মনিটরের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

Xiaomi Redmi G27 ও G27Q গেমিং মনিটরের স্পেসিফিকেশন

শাওমি রেডমি জি২৭ এবং রেডমি জি২৭কিউ উভয় মনিটরই ১এমএস জিটিজি রেসপন্স টাইম এবং ২ -এর কম ডেল্টা ই কালার স্পেস কভারেজ অফার করে। নবাগত দুটি মডেলই ২৭-ইঞ্চির আইপিএস (IPS) ডিসপ্লে প্যানেলের সাথে এসেছে। যদিও রেডমি জি২৭ -এর রেজোলিউশন রেডমি জি২৭কিউ -এর থেকে কম থাকছে, অর্থাৎ এটি ১০৮০পিক্সেল রেজোলিউশন সমর্থন করে। অন্যদিকে, উচ্চতর ভ্যারিয়েন্টটি ২৫৬০x১৪৪০ পিক্সেল (২.৫কে/১৪৪০পিক্সেল ) রেজোলিউশন সহ এসেছে। উভয় মনিটরই ৮-বিট কালার ডেপ্থ প্রদান করে। যদিও উচ্চতর মনিটরটি ভিসা ডিসপ্লে এইচডিআর৪০০ (VESA DisplayHDR400) সার্টিফিকেশন প্রাপ্ত।

এদিকে Xiaomi Redmi G27 একটি সাধারণ হোল্ডিং স্ট্যান্ডের সাথে এসেছে। আর Redmi G27Q মডেলের সাথে পাওয়া যাবে একটি ফুললি এডজাস্টটেবল স্ট্যান্ড। কানেক্টিভিটি বিকল্পের কথা বললে, দুটি মডেলেই এইচডিএমআই এবং ডিসপ্লে পোর্ট অন্তর্ভুক্ত। যদিও Redmi G27Q মডেলে অতিরিক্তভাবে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট বিদ্যমান রয়েছে, যা G27 মডেলে অনুপস্থিত। যার অর্থ, শুধুমাত্র Redmi G27Q মনিটরে ইউএসবি পাওয়ার ডেলিভারি প্রোটোকলের মাধ্যমে ৬৫ ওয়াট চার্জিং সমর্থন করবে।

Xiaomi Redmi G27 ও G27Q গেমিং মনিটরের দাম

শাওমি রেডমি জি২৭ এবং জি২৭কিউ গেমিং মনিটরকে স্থানীয় বাজারে যথাক্রমে ৭৯৯ ইউয়ান (প্রায় ৯,৩০০ টাকা) এবং ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৩০০ টাকা) মূল্যে লঞ্চ করা হয়েছে। এগুলি ভারত সহ অন্যান্য মার্কেটে কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।