Xiaomi Mi 11T ভারতসহ গ্লোবাল মার্কেটে জলদি লঞ্চ হচ্ছে, ট্রিপল ক্যামেরা সহ থাকবে এই বিশেষত্ব

গত বছরের অক্টোবরে, Mi 10T ও Mi 10T Pro ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছিল শাওমি। Snapdragon 865 প্রসেসর সহযোগে এসেছিল ফোন দু’টি। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, Mi 10T-এর সাক্সেসর হিসেবে Mi 11T সিরিজের উপর কাজ করছে শাওমি। পুরনো ফোনের চেয়ে নতুন ফোনটিতে যে মেজর আপগ্রেড থাকছে, সে কথাও কানে এসেছে আমাদের। শাওমি ও শাওমির কাস্টম স্কিনের খবর লিক করার জন্য পরিচিত Xiaomiui-এর টুইটার হ্যান্ডেল থেকে এবার Mi 11T সর্ম্পকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে।

ভারত-সহ গ্লোবাল মার্কেটে আসছে Mi 11T

ভারত-সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলা Mi 11T-এর কোডনাম Amber। ফোনটির ডিসপ্লের এসপেক্ট রেশিও ২০:৯ ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। মিডিয়াটেকের প্রসেসর (সম্ভবত ডাইমেনসিটি ১২০০) থাকবে এই ফোনে।

এছাড়া এমআই ১১টি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল OmniVision OV64B প্রাইমারি ক্যামেরা, Sony IMX355 ওয়াইড লেন্স, এবং ৩x অপটিক্যাল জুম-সহ টেলিম্যাক্রো ক্যামেরা।

আবার Mi 11T-এর একটি ভ্যারিয়েন্ট চীনে Redmi K40 Ultra নামে লঞ্চ হবে বলে জানিয়েছে Xiaomiui। এতেও ২০:৯ এসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে থাকবে। মিডিয়াটেকের প্রসেসর (ডাইমেনসিটি ১২০০) দ্বারা চালিত হবে এই ফোন।

https://twitter.com/xiaomiui/status/1427032539265474565?s=20

রেডমি কে৪০ আল্ট্রা-র ব্যাক প্যানেলে দেখা যেতে পারে ট্রিপল ক্যামেরা – ১০৮ মেগাপিক্সেল HM2 সেন্সর, Sony IMX355 ওয়াইড লেন্স, ৩x অপটিক্যাল জুম-সহ টেলিম্যাক্রো ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন