৪৩ ইঞ্চি স্ক্রিনের Smart TV অবিশ্বাস্য দামে কেনার সুযোগ, রয়েছে কিস্তিতে টাকা পরিশোধের সুবিধা

ক্যালকুলেটর বা রেডিওর মতো টেলিভিশনের বিকল্প হিসাবেও এখন অনেকেই স্মার্টফোনকে বেছে নিয়েছেন। কিন্তু বড় স্ক্রিনে সিনেমা বা শো দেখার যে অনুভূতি, তা কিন্তু কোনো ভাবেই কয়েক ইঞ্চির ছোট ডিসপ্লের মোবাইলে পাওয়া সম্ভব নয়। তাই স্মার্ট টিভির জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। সেক্ষেত্রে আপনি যদি বাড়ি বসেই মুভি থিয়েটারের মতো ‘বিগ স্ক্রিন’ -এ পছন্দসই কনটেন্ট দেখার জন্য একটি স্মার্ট টিভি খুঁজে থাকেন তাহলে এক্ষুনি ঢুঁ মারুন Flipkart-এ। কারণ এই ই-কমার্স সাইটটি স্মার্ট টিভির উপর দুর্দান্ত অফারের ঘোষণা করেছে। এই অফারের দৌলতে ৪৩ ইঞ্চির FHD LED ডিসপ্লে প্যানেল যুক্ত Xiaomi ব্র্যান্ডের স্মার্ট টিভিকে, মিড রেঞ্জ স্মার্টফোনের দামে কিনে নেওয়া যাবে। একই সাথে, উপলব্ধ ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ বোনাসের দরুন এই টেলিভিশনটি সর্বনিম্ন ১৫,৯৯৯ টাকায় ক্রয় করতে পারবেন আপনারা। আসুন এই অফারের সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Mi 4A Horizon Edition 108 cm (43 inch) Full HD LED Smart Android TV দাম ও অফার

শাওমির ৪৩ ইঞ্চি ডিসপ্লে সাইজের এই স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির প্রকৃত মূল্য ৩১,৯৯৯ টাকা। তবে, ফ্লিপকার্ট থেকে যদি এই মডেলটি কেনা হয়, তবে ফ্লাট ১৫% ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্রেতারা। যারপর, ২৬,৯৯৯ টাকা খরচ করে স্মার্ট টিভিটি আপনারা বাড়ি নিয়ে আসতে পারবেন।

আবার উক্ত এমআই টিভিটি কেনার ক্ষেত্রে ব্যাঙ্ক কার্ড অফারের লাভ ওঠানো যাবে। যার দৌলতে ক্রেতারা ২০% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। আবার, Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৫% আনলিমিটেড ক্যাশব্যাক অফার করা হবে। তদুপরি, একসাথে পুরো টাকা দিতে না চাইলে, নো-কস্ট ইএমআই অপশনও উপলব্ধ থাকছে। এর জন্য ক্রেতাদের মাসিক ৪,৫০০ টাকার কিস্তি শোধ করতে হবে। এছাড়া, পুরোনো টিভির পরিবর্তে এই স্মার্ট টিভিটি কিনলে দেওয়া হবে ১১,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। অতএব, ব্যাঙ্ক কার্ড অফার এবং পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে, মাত্র ১৫,৯৯৯ টাকা খরচ করে কিনে নেওয়া যাবে এমআই ৪এ হরাইজন এডিশন স্মার্ট টিভি।

Mi 4A Horizon Edition 108 cm (43 inch) Full HD LED Smart Android TV স্পেসিফিকেশন

L43M6-EI মডেল নম্বর যুক্ত এমআই ৪এ হরাইজন এডিশন স্মার্টটিভিতে রয়েছে, একটি ৪৩ ইঞ্চির ফুল এইচডি (১,৯২০x১,০৮০ পিক্সেল) LED ডিসপ্লে। এই ডিসপ্লে, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১৭৮° ভিউয়িং অ্যাঙ্গেল এবং ১৬:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। এই টিভি -তে থাকা ভিভিড পিকচার ইঞ্জিন বা VPE, ডিসপ্লে প্যানেলে দৃশ্যমান ছবি বা ভিডিওর ক্ষেত্রে প্রাণবন্ত রঙ এবং ডিপ কনট্রাস্ট অফার করবে। অ্যান্ড্রয়েড ভিত্তিক অপারেটিং সিস্টেম চালিত এই মডেলে, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং ইন-বিল্ট ক্রোমকাস্টের সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি+হটস্টার, ইউটিউব ইত্যাদি ওটিটি প্ল্যাটফর্মও অ্যাক্সেস করা যাবে এতে। একই সাথে, সার্টিফাইড প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন ইউজাররা।

হার্ডওয়্যার ফ্রন্টের কথা বললে, এই স্মার্ট টিভিটি, মালি-৪৫০ এমপি৩ গ্রাফিক্স এবং অ্যামলজিক ৬৪-বিট কোয়াড কোর প্রসেসর সহ এসেছে। অ্যাপ ও ফাইল স্টোর করার জন্য এতে ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি স্টোরেজ উপলব্ধ। আবার, উন্নত মানের অডিও অফার করার জন্য এতে রয়েছে DTS-HD সাউন্ড টেকনোলজি, যা ২০ ওয়াট আউটপুট অফার করবে। এই স্মার্ট টেলিভিশনকে স্ট্যান্ড সহ নিয়ে আসা হয়েছে। তাই আপনারা দেওয়ালে বা টেবিল যেকোনো জায়গায় এটি সেট করতে পারবেন। স্ট্যান্ড সমেত এই স্মার্টটিভির পরিমাপ ৯৬০.৩x৬০৭.৭x২১৫.২ মিমি এবং ওজন ৬.৬৫ কেজি।