Redmi স্মার্টফোন, ল্যাপটপ, টিভি কিনুন অনেক সস্তায়, শুরু হল Mi Fan Festival 2022 সেল

Xiaomi তাদের ভারতীয় ক্রেতাদের জন্য Mi Fan Festival 2022 সেলের ঘোষণা করলো। এই সেলটি ইতিমধ্যেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Mi.com) লাইভ হয়ে গেছে এবং চলবে আগামী ১২ই এপ্রিল পর্যন্ত৷ এই সেল চলাকালীন, একাধিক Redmi এবং Mi স্মার্টফোনকে ‘ডিসকাউন্টেড প্রাইজে’ উপলব্ধ করা হবে৷ সেক্ষেত্রে, এই তালিকায় – Redmi 9i Sport, Redmi 10, Redmi 9A Sport, Redmi Note 11, Redmi Note 11 Pro+ 5G স্মার্টফোনের পাশাপাশি Xiaomi 11i 5G, Xiaomi 11i Hypercharge 5G, Xiaomi 11 Lite NE 5G, এবং Xiaomi 11 Lite 5G এর মতো প্রিমিয়াম হ্যান্ডসেটকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, RedmiBook 15, RedmiBook 15 Pro, Mi NoteBook Pro, Mi NoteBook Ultra-র মতো ল্যাপটপ মডেলের উপর ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে৷ সাথে Mi এবং Redmi ব্র্যান্ডের স্মার্ট টেলিভিশন, পাওয়ার ব্যাঙ্ক এবং স্মার্টওয়াচের মতো ডিভাইসগুলিকেও ক্রেতারা আকর্ষণীয় ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারের সাথে তুলনায় সস্তায় পকেটস্থ করতে পারবেন।চলুন Xiaomi আয়োজিত Mi Fan Festival 2022 সেলে কোন কোন গ্যাজেটকে কতটা কমে কিনে নেওয়া যাবে তা বিশদে জেনে নেওয়া যাক।

SBI ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে Xiaomi নিয়ে এলো Mi Fan Festival 2022 সেল

শাওমি, SBI ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে তাদের এমআই ফ্যান ফেস্টিভ্যাল ২০২২ সেলটি নিয়ে এসেছে। ফলে, উক্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে ১০% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আগ্রহীদের জানিয়ে রাখি, সদ্য লাইভ হওয়ার সেলটির জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। এই পেজে গিয়ে আপনারা এমআই ফ্যান ফেস্টিভ্যাল সেলের যাবতীয় ডিলস সম্বন্ধে জানতে পারবেন।

Mi Fan Festival 2022 সেলে স্মার্টফোনের উপর অফার

এমআই ফ্যান ফেস্টিভ্যাল ২০২২ সেলের অংশ হিসাবে, শাওমি ‘রুপি, ৯৯ ফ্ল্যাশ সেল’ নামের একটি সেকশন লাইভ করেছে। এই সেকশনের অধীনে Redmi Note 11S ফোনের হরাইজেন ভ্যারিয়েন্টটিকে বিক্রি করা হচ্ছে। এছাড়া, এই সেল চলাকালীন, Redmi 9i Sport ফোনকে ১,১৫০ টাকা ডিসকাউন্টের সাথে ৭,৬৪৯ টাকায় প্রারম্ভিক মূল্যে বিক্রি করা হবে। জানিয়ে রাখি, ফোনটির দাম প্রকৃতপক্ষে ৮,৭৯৯ টাকা থেকে শুরু হয়। একই ভাবে, Redmi 10 ফোনকে কিনতে আপনাদের ১০,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৯,৮৯৯ টাকা খরচ করতে হবে। আর, ৬,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে আসা Redmi 9A Sport -কে ডিসকাউন্টের সাথে ৬,২৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে কিনে নেওয়া যাবে।

Redmi Note 11 ফোনকে গত জানুয়ারি মাসে ১৩,৪৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হয়েছিল। কিন্তু, চলমান সেলের দৌলতে এটিকে নূন্যতম ১১,৬৯৯ টাকা খসিয়ে পকেটস্থ করে নেওয়া যাবে। অন্যদিকে, অনুরূপ সিরিজ অন্তর্গত Redmi Note 11 Pro+ 5G ফোনকে ফ্লাট ২,০০০ টাকা ছাড়ের সাথে ২০,৯৯৯ টাকার পরিবর্তে ১৮,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে এনলিস্ট করা হয়েছে। জানিয়ে রাখি, পুরোনো মোবাইলের পরিবর্তে যদি আপনারা উক্ত দুটি ফোনের একটিকে কেনেন তবে, ২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন।

আবার Xiaomi 11i 5G এবং Xiaomi 11i Hypercharge 5G স্মার্টফোন দুটিকে সেলে ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে তালিকাভুক্ত পেয়ে যাবেন। সেক্ষেত্রে, ডিসকাউন্টের পর Xiaomi 11i 5G স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ২০,৯৯৯ টাকা থেকে এবং Xiaomi 11i Hypercharge 5G মডেলটির প্রারম্ভিক দাম থাকছে ২২,৯৯৯ টাকা। জানিয়ে রাখি, উক্ত দুটি ফোনের প্রকৃত প্রারম্ভিক মূল্য যথাক্রমে ২৪,৯৯৯ টাকা এবং ২৬,৯৯৯ টাকা। উল্লেখিত ফোন-দ্বয়ের সাথে ২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।

Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোনটিও সেলে ডিসকাউন্টের সাথে উপলব্ধ। এটিকে ২৬,৯৯৯ টাকার পরিবর্তে ২০,৯৯৯ টাকায় কেনা যাবে। আরেকটি ফ্ল্যাগশিপ ফোন, Xiaomi 11T Pro 5G -কে সীমিত সময়ের জন্য ৩৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে। যেখানে কিনা, মডেলটির আসল দাম ৩৯,৯৯৯ টাকা। প্রসঙ্গত, উভয় ফোনের সাথেই ৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে।

Mi Fan Festival 2022 সেলে অন্যান্য গ্যাজেটের সাথে উপলব্ধ অফারের তালিকা

এবার আসা যাক স্মার্ট টেলিভিশন সেগমেন্টের ক্ষেত্রে উপলব্ধ অফারের প্রসঙ্গে। এমআই ফ্যান ফেস্টিভ্যাল সেল চলাকালীন, শাওমির সাব-ব্র্যান্ড দ্বারা লঞ্চ করা Redmi Smart TV 32 এবং Redmi Smart TV X43 স্মার্টটিভিকে যথাক্রমে ১১,৯৯৯ টাকায় এবং ২৪,৯৯৯ টাকায় বিক্রি করা হবে। জানিয়ে রাখি, Redmi Smart TV 32 মডেলকে ১৫,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ করা হয়েছিল। তৎকালীন সময়ে Redmi Smart TV X43 স্মার্টটিভির দাম ছিল ২৮,৯৯৯ টাকা। তদুপরি, Xiaomi আনীত Mi TV 5X স্মার্টটিভি রেঞ্জকে ২৭,৪৯৯ টাকায় এনলিস্ট করা হয়েছে। এই সিরিজটির প্রকৃত বিক্রয় মূল্য ৩০,৪৯৯ টাকা। এই দাম সিরিজের ৪৩ ইঞ্চি ডিসপ্লে সাইজ সমন্বিত বেস মডেলের। এছাড়াও, আপনারা, ৫০ ইঞ্চি এবং ৫০ ইঞ্চি ডিসপ্লে সাইজের টিভিও উপলব্ধ পেয়ে যাবেন এই লাইনআপের অধীনে।

ল্যাপটপ লাইনআপের কথা বললে, শাওমি আয়োজিত এই সেলে RedmiBook 15 ল্যাপটপের প্রারম্ভিক মূল্য ৩২,৪৯৯ টাকা রাখা হয়েছে। তবে সেল শেষ হয়ে গেলে, মডেলটিকে পুনরায় নূন্যতম ৩৬,৯৯৯ টাকা খরচ করে কিনতে হবে। একই ভাবে সেলে RedmiBook 15 Pro ল্যাপটপের দাম ৪৭,৯৯৯ টাকা থেকে কমে ৪২,৯৯৯ টাকা হয়ে গেছে। আর, Mi NoteBook Pro এবং Mi NoteBook Ultra ল্যাপটপের প্রারম্ভিক মূল্য যথাক্রমে ৫৫,৪৯৯ টাকা এবং ৫৩,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। যেখানে কিনা, সাধারণ সময়ে Mi NoteBook Pro ল্যাপটপ কিনতে ৫৫,৯৯৯ টাকা খসাতে হত। আর, Mi NoteBook Ultra ল্যাপটপটি ৫৮,৯৯৯ টাকার ‘প্রাইজ ট্যাগ’ এর সাথে বাজারে পা রেখেছিল।

উপরিউক্ত ডিভাইসগুলি ছাড়াও, সেলে Mi Smart Band 6 স্মার্টওয়াচের দাম ৩,৪৯৯ টাকা থেকে কমে ২,৯৯৯ টাকা হয়ে গেছে। আর, Mi True Wireless Earphones 2C ইয়ারফোন এবং ১০,০০০এমএএইচ ক্যাপাসিটি ব্যাটারির সাথে আসা Mi Power Bank 3i -কে উপলব্ধ ডিসকাউন্টের দরুন যথাক্রমে ৮৯৯ টাকা এবং ১০,০০০ টাকায় পাওয়া যাচ্ছে ‘এমআই ফ্যান ফেস্টিভ্যাল ২০২২’ সেলে।