Xiaomi Mi Mix Fold 2 ফোল্ডিং ফোনে থাকবে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ফাঁস একাধিক বৈশিষ্ট্য

শাওমি বর্তমানে তাদের দ্বিতীয় ফোল্ডেবল স্মার্টফোনের ওপর কাজ করছে এবং এই ডিভাইসটি Xiaomi Mi Mix Fold 2 নামে বাজারে আসবে বলে জানা গেছে। জল্পনা চলছে Xiaomi Mi Mix Fold-এর উত্তরসূরিটির অভ্যন্তরীণ স্ক্রিনে আগের চেয়ে উন্নত ক্রিজ দেখতে পাওয়া যাবে। এখন এবার এক পরিচিত টিপস্টার আসন্ন শাওমি স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও ডিজাইন সম্পর্কীত বেশ কিছু তথ্য প্রকাশ্যে এনেছেন। তার দাবি অনুযায়ী, Xiaomi Mi Mix Fold 2 মডেলটি ৬.৫ ইঞ্চির একটি কভার ডিসপ্লে সহ আসবে এবং এর অভ্যন্তরীণ ডিসপ্লের আকার হবে ৮ ইঞ্চি। আবার এই হ্যান্ডসেটেও পূর্বসূরি Mi Mix Fold মতোই বুক-স্টাইল ফোল্ডিং ডিজাইন দেখা যাবে বলে মনে করা হচ্ছে এবং এটি আপকামিং Snapdragon 8 Gen 1 Plus ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হতে পারে।

ফাঁস হল আসন্ন Xiaomi Mi Mix Fold 2 সংক্রান্ত একাধিক তথ্য

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) দাবি করেছেন যে, শাওমির আপকামিং ফোল্ডেবল স্মার্টফোন, এমআই মিক্স ফোল্ড ২-এ চোখের সুরক্ষার জন্য ডিসি ডিমিং ফিচারের পাশাপাশি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির কভার ডিসপ্লে এবং ৮ ইঞ্চির ইনার ডিসপ্লে দেওয়া হবে। তবে কভার ডিসপ্লেটির রিফ্রেশ রেট হবে ৬০ হার্টজ। এছাড়া,নতুন ফোল্ডেবল ফোনটির অভ্যন্তরীণ ডিসপ্লেতে লো টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড (LTPO) প্রযুক্তি ব্যবহার করা হবে এবং পূর্বসূরির চেয়ে এই ডিভাইসের ডিসপ্লের ক্রিজটি অনেক উন্নত হবে বলেই মত টিপস্টারের। অনুমান করা হচ্ছে যে এমআই মিক্স ফোল্ড ২-এ আগের তুলনায় একটি পাতলা ক্রিজ থাকবে।

এছাড়া, টিপস্টার আরও বলেছেন, আসন্ন Xiaomi Mi Mix Fold 2 ফোনটি অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস চিপসেট দ্বারা চালিত হবে। SM8475 মডেল নম্বর সহ এই আপকামিং ফ্ল্যাগশিপ প্রসেসরটি তাইওয়ান সেমিকন্ডাক্টর মানুফাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে নির্মিত হবে বলে জানা গেছে এবং এতে অনেকগুলি ক্ষেত্রে উন্নতিও পরিলক্ষিত হবে বলে আশা করা হচ্ছে৷ এই ফোনটি বছরের মাঝামাঝি কোনো এক সময় লঞ্চ হতে পারে বলে জানিয়েছেন টিপস্টার।

উল্লেখ্য, গত বছর মার্চ মাসে চীনের বাজারে শাওমি তাদের Mi Mix Fold ফোনটি লঞ্চ করেছিল। তবে সংস্থাটি এই ফোল্ডেবল স্মার্টফোনটি ভারতের বাজারে আনেনি। এবার শাওমি এদেশে তাদের দ্বিতীয় প্রজন্মের ফোল্ডিং ফোনটি উন্মোচন করে কিনা সেটাই এখন দেখার।