Oppo K9x: ডলবি সাউন্ড ও বিশাল বড় স্ক্রিন সহ লঞ্চ হল ওপ্পো-র নতুন স্মার্ট টিভি, দাম অনেক কম

ওপ্পোকে স্মার্ট টিভির বাজারে এখনও নবাগতই বলা চলে। সংস্থাটি ২০২০ সালের অক্টোবর মাসে তাদের ব্র্যান্ডের অধীনে প্রথম Oppo TV S1 এবং Oppo TV R1 স্মার্ট টিভিগুলি লঞ্চ করেছিল। তারপর ব্র্যান্ডটি আরও কয়েকটি মডেল উন্মোচন করে, যেগুলি ব্যবহারকারীদের থেকে যথেষ্ট প্রশংসা লাভ করেছে। আর এবার হোম মার্কেট চীনে ওপ্পো লঞ্চ করল তাদের নতুন Oppo K9x নামের স্মার্ট টিভিটি। এই নতুন ওপ্পো টিভিটি ৬৫ ইঞ্চির ৪কে ডিসপ্লে, MediaTek- এর প্রসেসর, ডলবি সাউন্ড সাপোর্ট সহ এসেছে। আসুন এই নতুন স্মার্ট টিভির দাম এবং অন্যান্য স্পেসিফিকেশনগুলি বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

ওপ্পো কে৯এক্স স্মার্ট টিভির দাম (Oppo K9x Smart TV Price)

চীনের বাজারে ওপ্পো কে৯এক্স স্মার্ট টিভিটির দাম রাখা হয়েছে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৯৫০ টাকা)। তবে এটি বর্তমানে মাত্র ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৬,৩৫০ টাকা) মূল্যে প্রি-সেলের জন্য উপলব্ধ রয়েছে।

ওপ্পো কে৯এক্স স্মার্ট টিভির স্পেসিফিকেশন (Oppo K9x Smart TV Specification)

ওপ্পো কে৯এক্স স্মার্ট টিভিতে ৩,৮৪০× ২,১৬০ পিক্সেল রেজোলিউশন সহ ৬৫ ইঞ্চির এলসিডি ৪কে স্ক্রিন রয়েছে, যেটিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১ বিলিয়ন কালার, ৭০% এনটিএসসি কালার গ্যামট, ২৮০ নিট উজ্জ্বলতা এবং Delta E≈2 সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য, ওপ্পো কে৯এক্স স্মার্ট টিভিটি একটি কোয়াড-কোর মিডিয়াটেক চিপসেট দ্বারা চালিত, যা ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত। এই চিপসেটে ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট করে। এই নতুন ওপ্পো টিভিতে ২০ ওয়াট পাওয়ার রেটিং সহ বিল্ট-ইন ২-ইউনিট স্পিকারও রয়েছে। এতে ডলবি সাউন্ড সাপোর্ট করে, যা স্ক্রিন সাউন্ড হিসেবে ব্যবহার করা যাবে।

আবার, Oppo K9x-এ সেল্ফ-ডেভেলপড এআই পিকিউ (AI PQ) অ্যালগরিদম রয়েছে, যা সমস্ত দৃশ্যে ছবির গুণমানের ফ্রেম-বাই-ফ্রেম অপ্টিমাইজেশন সমর্থন করে এবং এই টিভিটি অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্ট টিভিগুলির মতো একই রেঞ্জের ডিসপ্লে-লেভেল কালার অ্যাক্যুরেসি অফার করে৷

Oppo K9x স্মার্ট টিভি সাম্প্রতিক প্রজন্মের কালার ওএস টিভি (ColorOS TV)- অপারেটিং সিস্টেমে চলে এবং এই টিভির প্রধান হাইলাইটগুলির মধ্যে একটি হল যে, এতে কোনও বিজ্ঞাপন নেই৷ ফলে এটি অযথা অপেক্ষার সময় ছাড়াই দ্রুত বুট হয়। অপারেটিং সিস্টেমটিতে মোবাইল ফোন এবং প্যাড স্ক্রিন প্রজেকশন সাপোর্ট অফার করে এবং এতে একসাথে স্ক্রিন প্রজেকশনের জন্য চারটি মোবাইল ফোন সমর্থন করে। তবে ব্যবহারকারীর গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষার জন্য মোবাইল ফোন কল ও নোটিফিকেশন টিভিতে প্রদর্শিত হবে না। এছাড়াও, টিভিতে একটি ইন-বিল্ট চিলড্রেন মোড রয়েছে, যা টিভি অনলাইন ক্লাস, শুধুমাত্র শিশুদের জন্য তৈরি কনটেন্ট, চিলড্রেন মোড সেটিংস এবং ইন-বিল্ট এআই ফিটনেস পার্সোনাল এডুকেশন অফার করে।