Xiaomi MIUI-এর এই নতুন ফিচারের নাম বদলে গেল

চলতি মাসেই স্যামসাং (Samsung)-এর এজ প্যানেল (Edge Panel)-এর মতো ফিচার শাওমি (Xiaomi)-র অ্যান্ড্রয়েড স্কিন MIUI-এ যুক্ত হয়েছিল। ফিচারটি এখনও পরীক্ষানিরীক্ষা চলছে৷ এর নামকরণ করা হয়েছিল স্মার্ট টুলবক্স (Smart Toolbox), কিন্তু সেটি অস্পষ্ট হওয়ার কারণে এর মধ্যেই ফিচারটির নাম পরিবর্তন করা হয়েছে।

এমআইইউআই সিস্টেম আপডেটের টেলিগ্রাম চ্যানেল থেকে জানা গিয়েছে, স্মার্ট টুলবক্সের নাম বদলে সাইডবার (Sidebar) নাম দেওয়া হয়েছে। উল্লেখ্য, এটি বিশেষ কিছুই নয়, স্যামসাংয়ের স্মার্টফোন ও ট্যাবলেটে যে এজ প্যানেল থাকে, সাইডবার তারই ক্লোন। অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলিও এই ফিচার অফার করে থাকে।

এমআইইউআই সিকিউরিটি অ্যাপে একটি আপডেট দেওয়ার মাধ্যমে নামটি ফিক্স করা হয়েছে বলে জানা গিয়েছে। অফিসিয়াল চেঞ্জলগে ফিচারটির রিনেম, বাগগুলি ফিক্স, এবং সামগ্রিক পারফরম্যান্স ইমপ্রুভ হওয়ার কথা বলা হয়েছে।

বর্তমানে সাইড বারটি গেম খেলার সময় বা ভিডিও দেখার সময় অ্যাক্সেস করা যাচ্ছে। এটি বিভিন্ন পিনড অ্যাপ্লিকেশন এবং কিছু টুলস দেখাতে সক্ষম। সুদূর ভবিষ্যতে এটি ওপ্পোর কালার ওএস ১২-এর স্মার্ট সাইডবার২.০-এর মতো স্মার্ট হয়ে উঠবে বলে আশা করা যায়।