Xiaomi Mix Fold 2: শাওমির দ্বিতীয় ফোল্ডেবল ফোন জুনের মধ্যে লঞ্চ হতে পারে, দাবি রিপোর্টে

Xiaomi গত বছরের মার্চে তাদের প্রথম ফোল্ডেবল ফোন Mi Mix Fold লঞ্চ করেছিল। আবার বিগত কয়েকমাস ধরে জল্পনা শোনা যাচ্ছে যে, তারা Mi Mix Fold এর আপগ্রেড ভার্সন নিয়ে কাজ শুরু করেছে। যার নাম Mi Mix Fold 2। অসমর্থিত সূত্র থেকে শাওমির পরবর্তী প্রজন্মের সেই ফোল্ডেবল হ্যান্ডসেট সম্পর্কে নানা তথ্য বারে বারে উঠে এসেছে। এখন একটি রিপোর্টে Mi Mix Fold 2-এর আত্মপ্রকাশের সম্ভাব্য সময়সীমা জানানো হয়েছে।

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের রিপোর্ট অনুযায়ী, Mi Mix Fold 2 চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (মার্চ-জুন) লঞ্চ হতে পারে৷ যদিও শাওমি এই সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।

উল্লেখ্য, এর আগে ওই টিপস্টারের পোস্ট থেকে জানা গিয়েছিল যে, Xiaomi MIX Fold 2 ফোল্ডেবল স্মার্টফোনে ৮ ইঞ্চি এলটিপিও ডিসপ্লে থাকবে, যা 2.5K স্ক্রিন রেজোলিউশন অফার করবে। প্রাইমারি ডিসপ্লের পাশাপাশি কভার ডিসপ্লে হাই-রিফ্রেশ রেটের সমর্থন নিয়ে আসবে।

এছাড়া, Xiaomi MIX Fold 2 ফোল্ডেবল Qualcomm Snapdragon 8 Gen 1 ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে বাজারে আসতে পারে। প্রসঙ্গত, ২০২২-এর জুনে Xiaomi MIX Fold 2 এর উপর থেকে পর্দা সরানো হবে বলে গত ডিসেম্বরে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল। তখন জানা যায়, শাওমির দ্বিতীয় ফোল্ডেবল ডিভাইসের কোডনাম Zizhan, যা 22061218C মডেল নম্বরের সাথে IMEI ডেটাবেসে দেখা গিয়েছে। সাধারণত শাওমির ফোনের মডেল নম্বরের প্রথম চারটি সংখ্যা লঞ্চের বছর ও মাসকে চিহ্নিত করে। এর ফলে Xiaomi Zizhan বলে জল্পনায় থাকা Xiaomi MIX Fold 2 দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা প্রবল।