Xiaomi Mix Fold 2 আসছে ফ্লেক্সিবল 2K LTPO ডিসপ্লের সাথে, সাপোর্ট করবে 120Hz রিফ্রেশ রেট
গতবছর মার্চ মাসে Xiaomi বাজারে MIX Fold স্মার্টফোনটি লঞ্চের মাধ্যমে ফোল্ডেবল ফোনের বাজারে প্রবেশ করেছ। শোনা যাচ্ছে...গতবছর মার্চ মাসে Xiaomi বাজারে MIX Fold স্মার্টফোনটি লঞ্চের মাধ্যমে ফোল্ডেবল ফোনের বাজারে প্রবেশ করেছ। শোনা যাচ্ছে সংস্থাটি এর উত্তরসূরি হিসেবে Xiaomi MIX Fold 2 ফোনটির উপর কাজ করছে। যদিও সংস্থার তরফে এখনও এই হ্যান্ডসেটটি সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। তবে এক পরিচিত টিপস্টার আসন্ন ফোল্ডেবল স্মার্টফোনটির ডিসপ্লে এবং স্ক্রিন স্পেসিফিকেশন সম্পর্কিত বেশ কিছু আকর্ষণীয় তথ্য সামনে এনেছে। আসুন Xiaomi MIX Fold 2 সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
ফাঁস হল Xiaomi MIX Fold 2-এর ডিসপ্লে স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন (Digital Chat Station) চীনা মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এর একটি পোস্টে শাওমি মিক্স ফোল্ড ২-এর ডিসপ্লে সংক্রান্ত তথ্যগুলি ফাঁস করেছেন। টিপস্টার দাবি করেছেন, শাওমি মিক্স ফোল্ড ২-এ ২কে (2K) হাই-ব্রাশের ফ্লেক্সিবল এলটিপিও প্রাইমারি ডিসপ্লে থাকবে, যা খুবই দামি হবে এবং এই হ্যান্ডসেটে এর পূর্বসূরির মতো একই উচ্চ স্ক্রিন-টু-বডি ডিজাইন দেখতে পাওয়া যাবে।
আরও প্রকাশ করা হয়েছে যে, ফোল্ডেবল ফোনটি ডুয়েল ১২০ হার্টজ হাই-ব্রাশ প্রাইমারি এবং কভার স্ক্রিনের সাথে আসতে পারে, যা পূর্বসূরির থেকে আলাদা। কেননা শাওমি মিক্স ফোল্ড-এর ডিসপ্লেগুলি মাত্র ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এছাড়া আসন্ন ফোল্ডেবল ফোনটির কভার স্ক্রিনটি একদিকে সামান্য কার্ভড হবে এবং বডিটি তুলনামূলকভাবে পাতলা এবং হালকা হবে।
প্রসঙ্গত, টিপস্টারের ওয়েইবো পোস্টে ডিভাইসটির কথা সরাসরি উল্লেখ করা হয়নি, তবে পোস্টে বর্ণিত ফিচারগুলি সরাসরি Xiaomi MIX Fold 2-এর দিকেই নির্দেশ করে। এর আগে বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে, এই আসন্ন ফোল্ডেবল স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে এবং অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। Xiaomi MIX Fold 2-এ ৫,০২০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে এবং ফাস্ট ওয়্যার্ড ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
ক্যামেরার ক্ষেত্রে, Xiaomi MIX Fold 2 ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসবে বলে আশা করা হচ্ছে। এই ক্যামেরা সেটআপের মধ্যে একটি ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স উপস্থিত থাকতে পারে। আর ফোনের সামনের দিকে, একটি ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যেতে পারে৷