৩২ ইঞ্চি টিভি মাত্র ১১,৫০০ টাকায়, Xiaomi দিচ্ছে স্মার্ট টিভির উপর বাম্পার অফার

স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড Xiaomi এর অফিসিয়াল ওয়েবসাইটে (mi.com) এখন চলছে Diwali With Mi সেল। সেলটি গত ১৬ অক্টোবরে শুরু হয়েছে এবং ২৩ অক্টোবর পর্যন্ত লাইভ থাকবে। এই সীমিত সময়ের মধ্যে নানাবিধ ইলেক্ট্রনিক্স গ্যাজেট ২৭,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে কিনে নেওয়া যাবে। আবার ICICI ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে Diwali With Mi সেল নিয়ে আসার ফলে, এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৫,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। একই সাথে, ৫০০ টাকার রিওয়ার্ড এমআই কুপন এবং নো-কস্ট ইএমআই অপশনের সুবিধাও পাওয়া যাবে। তাই আপনারা যারা চলমান ফেস্টিভ সিজনে নতুন স্মার্ট টিভির সাথে নিজেদের বাড়ির অন্দরকে সাজাতে চান, তারা Xiaomi আয়োজিত এই সেলের ভরপুর লাভ ওঠাতে পারেন। আসুন দেখে নেওয়া যাক এই সেলে স্মার্ট টিভির উপর কি অফার রয়েছে।

Xiaomi Diwali With Mi Sale এ অফারের সাথে উপলব্ধ স্মার্ট টিভির তালিকা

Redmi Smart TV 32: রেডমি স্মার্ট টিভি ৩২ এর এমআরপি ২৪,৯৯৯ টাকা। তবে সেল চলাকালীন টিভিটির সাথে পুরো ১০,৫০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। সাথে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা পেমেন্টের সময়ে ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। ফলে মোট ১১,৫০০ টাকা ছাড়ের পর এই স্মার্ট টিভি মাত্র ১৩,৪৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া, SonyLIV, ZEE5 ইত্যাদি অ্যাপের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ৩,৫০০ টাকা পর্যন্ত সাশ্রয়ও করতে পারবেন ক্রেতারা।

Mi TV 4A 40 Horizon: ২৯,৯৯৯ টাকা দামের এমআই টিভি ৪এ ৪০ হরাইজন সেলে ফ্লাট ৮,০০০ টাকা ডিসকাউন্টের সাথে কেনা যাবে। অন্যদিকে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে পাওয়া যাবে ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। সুতরাং, মোট ১০,০০০ টাকা ডিসকাউন্টের পর এই স্মার্ট টিভি কিনতে মাত্র ১৯,৯৯৯ টাকা খরচ করতে হবে। এছাড়া, রিওয়ার্ড এমআই কুপনের দৌলতে ৫০০ টাকার অতিরিক্ত অফ পাওয়া যাবে। আর খরিদ্দারীর ক্ষেত্রে নো-কস্ট ইএমআইয়ের সুবিধাও উপলব্ধ থাকছে। একই সাথে, SonyLIV, ZEE5 ইত্যাদি অ্যাপের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ৩,৫০০ টাকা পর্যন্ত সাশ্রয়ও করতে পারবেন আপনারা।

Redmi Smart TV 43: রেডমি স্মার্ট টিভি ৪৩ ভারতে লঞ্চ করা হয়েছিল ৩৪,৯৯৯ টাকায়, এখন এটি সেলে অবিশ্বাস্য ১১,০০০ টাকা ডিসকাউন্টের সাথে ক্রয় যাবে। অন্যান্য স্মার্ট টিভির মতো এটিও যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনা হয়, তবে ২,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। ফলে, মোট ১৩,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এই স্মার্ট টিভিটির সাথে। উল্লেখিত যাবতীয় ডিসকাউন্টের পর টিভিটি মাত্র ২১,৯৯৯ টাকার বিনিময়ে বাড়ি নিয়ে আসা যাবে। শুধু তাই নয়, নো-কস্ট ইএমআই অপশনের অধীনে টিভিটি কেনা যাবে। উক্ত রেডমি টিভিতে যদি আপনারা SonyLIV, ZEE5 ইত্যাদি ওটিটি অ্যাপ ইনস্টল করতে চান, তবে সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ৩,৫০০ টাকা পর্যন্ত সাশ্রয়ও করতে পারবেন।

Mi TV 5X Series: এমআই টিভি ৫এক্স সিরিজ এর আসল দাম ৫৯,৯৯৯ টাকা। তবে সেলে এটি ১৮,০০০ টাকা ডিসকাউন্টের সাথে উপলব্ধ করা হয়েছে। ব্যাঙ্ক অফারের কথা বললে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত ভাবে ৩,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ, মোট ২১,০০০ টাকা ডিসকাউন্টের পর এই স্মার্ট টেলিভিশন ৩৮,৯৯৯ টাকায় খরিদ করা যাবে। কিস্তিতে টাকা শোধ করার জন্য নো-কস্ট ইএমআই অপশন উপলব্ধ থাকছে। এছাড়া, SonyLIV, ZEE5 ইত্যাদি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ৩,৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে।

Redmi Smart TV 43: রেডমি স্মার্ট টিভি ৪৩ মডেলকে সেল চলাকালীন ২,০০০ টাকা ডিসকাউন্টের সাথে কেনা যাবে। সাথে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা পেমেন্টের সময়ে ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। অতএব, মোট ৫,০০০ টাকার ডিসকাউন্টের পর এই স্মার্ট টিভিটি কিনতে ৩৯,৯৯৯ টাকা খসাতে হবে। আবার এটি নো-কস্ট ইএমআই অপশনের অধীনে কেনা যাবে। জানিয়ে রাখি উক্ত স্মার্ট টিভির প্রকৃত মূল্য ৪৪,৯৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Subheccha Das Poddar

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

27 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

35 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

52 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

56 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago