Xiaomi আনছে অভিনব ডিটাচেবল ফোল্ডেবল স্মার্টফোন? পেটেন্ট ফাইল করল সংস্থা

জনপ্রিয় টেক ব্র্যান্ড শাওমি (Xiaomi) নিত্য নতুন প্রযুক্তির ওপর অবিরত কাজ করে চলেছে, তাই সংস্থাটি প্রায়শই বিভিন্ন পেটেন্টের জন্য আবেদন করে থাকে। সম্প্রতি শাওমির এরকমই…

জনপ্রিয় টেক ব্র্যান্ড শাওমি (Xiaomi) নিত্য নতুন প্রযুক্তির ওপর অবিরত কাজ করে চলেছে, তাই সংস্থাটি প্রায়শই বিভিন্ন পেটেন্টের জন্য আবেদন করে থাকে। সম্প্রতি শাওমির এরকমই একটি নতুন পেটেন্টকে মঞ্জুর করা হয়েছে, যা সংস্থার ভবিষ্যত প্রজন্মের স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম একটি হ্যান্ডসেটকে দেখতে ঠিক কেমন হতে পারে তার আভাস দিয়েছে। আসুন এই পেটেন্টটি থেকে অত্যাধুনিক ও অভিনব এই শাওমি স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল তা জেনে নেওয়া যাক।

Xiaomi নিয়ে আসতে চলেছে একটি অভিনব ফোল্ডেবল স্মার্টফোন

শাওমির একটি পেটেন্ট সম্প্রতি চীনে মঞ্জুর করা হয়েছে, যা একটি অনন্য এবং উদ্ভাবনী হ্যান্ডসেটকে তুলে ধরেছে। এর উল্লেখযোগ্য বিষয়টি হল, ফোনটিতে একটি ফ্লেক্সিবল ডিসপ্লে রয়েছে, যা বডি থেকে বিচ্ছিন্ন করা যেতে পারে। পেটেন্টের সারাংশ অনুযায়ী, স্মার্টফোনের বডি এবং ফোল্ডেবল স্ক্রিন প্যানেল একে অপরের থেকে আলাদা করা যাবে। এছাড়া, যখন ডিসপ্লেটি প্রধান বডির সাথে সংযুক্ত থাকে, তখন ফ্লেক্সিবল স্ক্রিনটি চারপাশে মোড়ানো থাকে এবং ফোনের বডিটিকে আবৃত করে।

প্রসঙ্গত, স্মার্টফোনের বডি থেকে বিচ্ছিন্ন হলে ডিসপ্লেটি সম্পূর্ণরূপে উন্মোচিত হয়। উল্লেখযোগ্যভাবে, ফ্লেক্সিবল স্ক্রিন এবং প্রধান বডির মধ্যে ওয়্যারলেস ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে বডি থেকে সরানোর পরেও ডিসপ্লেটি ব্যবহারযোগ্য হবে। এটা থেকে বোঝা যাচ্ছে যে, স্ক্রিনটি নিজেই বেসিক কম্পিউটিং করতে সক্ষম হবে এবং এবং এতে আলাদা একটি ব্যাটারিও থাকবে।

উল্লেখ্য, এই অভিনব শাওমি ডিভাইসটি সম্পর্কে অন্যান্য বিবরণগুলি এখনও অজানা। এটি একটি পেটেন্ট, তাই এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না যে, ব্র্যান্ডটি সত্যি সত্যি এই জাতীয় ডিভাইসের ওপর কাজ করছে কিনা।