Xiaomi ফোনে আসছে আর্থকোয়েক মনিটরিং ফাংশন, কি সুবিধা হবে জেনে নিন

Xiaomi প্রথম ২০১০ সালে ফোন এবং স্মার্ট টিভির জন্য তার কাস্টম MIUI ROM-এ ভূমিকম্প সতর্কতা (earthquake alert) ফিচার যোগ করেছিল। চেংডু হাই-টেক ডিজাস্টার মিটিগেশন ইনস্টিটিউটের সহযোগিতায় এই ফিচারটি তৈরি করা সম্ভব হয়েছিল। টেক জায়ান্টটি সম্প্রতি জানিয়েছে যে, এটি ২০১৯ সালের নভেম্বরের পর থেকে মোট ১২.৬৪ মিলিয়ন সতর্কীকরণ বার্তা প্রেরণের সাথে সাথে ৪.০ বা তার বেশি মাত্রার প্রায় ৩৫ টি ভূমিকম্পকে সফলভাবে সনাক্ত করেছে।

তবে এখানেই থেমে না থেকে, প্রযুক্তিমূলক কার্যকলাপের অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে Xiaomi খুব সম্ভবত আরও একটি দুর্যোগ প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থা (disaster early warning system) নিয়ে আসছে। রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি এমন একটি ফিচারের ওপর কাজ করছে যা তার মোবাইল ফোনগুলিকে ভূমিকম্পের সতর্কতামূলক তথ্য (earthquake warning information) রিসিভ করার পাশাপাশি ভূমিকম্প পর্যবেক্ষণও (মনিটর) করতে সক্ষম করবে। এই ফিচারটিকে সংস্থাটির স্মার্টফোনগুলির কয়েকটি সেন্সরের সাথে একীভূত করা হবে যা রিয়েল-টাইমে পৃথিবীর ভূকম্পীয় ক্রিয়াকলাপগুলি পর্যবেক্ষণ করবে।

ফলে এই প্রযুক্তি কেবল ভূমিকম্প পর্যবেক্ষণের (earthquake monitoring) ব্যয় সাশ্রয় করবে না, বরং পর্যবেক্ষণের সংখ্যাও অনেক বাড়িয়ে তুলবে। আবার জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ (national earthquake monitoring) এবং প্রারম্ভিক সতর্কতা নেটওয়ার্ককে আরও পরিপূর্ণ করে তুলবে। সময়ের সাথে সাথে নতুন ফিচারটি সমস্ত Xiaomi ফোনে লঞ্চ হবে। তবে আপাতত এটি MIUI 12.5‌ বিটা ভার্সন দ্বারা চালিত MI ফোনগুলিতে পরীক্ষাধীন।

চীনা টেক জায়ান্টটি আরও জানিয়েছে যে, যখন মোবাইল ফোনের সেন্সর কম্পন সনাক্ত করবে, তখন এটি এজ কম্পিউটিং (edge computing)-এর মাধ্যমে ভূমিকম্পের তথ্য কি না তা বিচার করবে। যদি সত্যিই তা হয়, তবে এটি প্রাথমিক সতর্কতা কেন্দ্রে তথ্য পাঠাবে, এবং কেন্দ্র একাধিক মোবাইল ফোন এবং আর্থকোয়েক ডেটা AI থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে গণনা করবে এবং সিদ্ধান্ত নেবে যে সত্যিই ভূমিকম্প হয়েছে কি না। যদি দেখা যায় যে ভূমিকম্প হয়েছে, তাহলে ভূমিকম্পের মাত্রা, কেন্দ্রস্থলের অবস্থান এবং সময় দ্রুত গণনা করা হবে, এবং তারপরে আশেপাশের এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সতর্কীকরণ বার্তা জারি করা হবে।

এই প্রযুক্তি মানুষের জন্য প্রভূত কল্যাণকর হিসেবে প্রমাণিত হতে পারে। যখন প্রতিটি Xiaomi মোবাইল ফোন ভূমিকম্পের মনিটরে (Earthquake Monitor) পরিণত হবে, তখন জনগণকে আরও সহজে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভবপর হবে। এই ফিচারটি কোনোভাবেই অংশগ্রহণকারীদের গোপনীয়তা বিপন্ন করবে না। কারণ সংস্থাটি ইঙ্গিত দিয়েছে যে পুরো প্রক্রিয়ায়, এটি বেনামে সমস্ত ব্যবহারকারীর ডেটা হ্যান্ডেল করতে “ডিফারেনশিয়াল প্রাইভেসি” ব্যবহার করবে এবং এইভাবে ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করবে। তবে এই ফিচারটি চীনের বাইরে বিক্রি হওয়া Xiaomi স্মার্টফোনগুলিতে লঞ্চ হবে কি না সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tech Gup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
Tech Gup Desk

Recent Posts

অতিসস্তায় ভারতে ঝড় তুলতে আসছে 8GB র‌্যামের এই ফোন, ফুল চার্জে চলবে 60 দিন পর্যন্ত

Tecno Spark Go 1 এই সপ্তাহের শুরুতে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। এবার ভারতে সাড়া ফেলতে…

43 mins ago

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

2 hours ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

3 hours ago

8199 টাকা থেকে পাওয়া যাচ্ছে LED Smart TV, 12 হাজার টাকার কমে সেরা 5 টিভি দেখুন

বাজেটের মধ্যে নতুন Smart TV খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজনে বিক্রি…

3 hours ago

Samsung এর বর্ষার অফার, Galaxy A15 5G পাওয়া যাচ্ছে লোভনীয় অফারে

20 হাজার টাকার মধ্যে অত্যাধুনিক ফিচারের ফোন খোঁজ করলে দারুণ খবর। স্যামসাংয়ের ওয়েবসাইটে, গ্যালাক্সি এ…

4 hours ago

Shakib Al Hasan: সিরিজ ছেড়ে তৎক্ষণাৎ দেশে ফিরতে হবে শাকিবকে, বাংলাদেশ বোর্ডকে নোটিশ দিল ICC

গতকাল বাংলাদেশে একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার শাকিব আল…

4 hours ago